ফরাসি সুপার কাপে টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন পিএসজি
স্পোর্টস ডেস্ক:
ম্যাচটি টাইব্রেকারের দিকে এগোচ্ছিল, তবে শেষ মুহূর্তে উসমান দেম্বেলের একমাত্র গোলেই পার্থক্য গড়ে দিল পিএসজি। মোনাকোকে ১-০ ব্যবধানে হারিয়ে টানা তৃতীয়বারের মতো ফরাসি সুপার কাপের শিরোপা জিতে নিল তারা।
রবিবার, কাতারের দোহা স্টেডিয়ামে প্রায় ৪০ হাজার দর্শকের সামনে গত মৌসুমে লিগের রানার্সআপ মোনাকোর বিপক্ষে মাঠে নামে পিএসজি। ম্যাচে অধিকাংশ সময় বলের নিয়ন্ত্রণে রেখে তারা গোলের জন্য ২৮টি শট নেয়, যার মধ্যে ১০টি লক্ষ্যে ছিল। অন্যদিকে মোনাকো ১২টি শট নিলেও মাত্র ৫টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়।
অবশেষে যোগ সময়ের দ্বিতীয় মিনিটে দেম্বেলের গোলে খেলার জট খুলে যায়। ফাবিয়ান রুইসের চমৎকার পাস পেয়ে ছয় গজ বক্স থেকে কোনাকুনি শটে বল জালে পাঠান ফরাসি ফরোয়ার্ড।
এই জয়ের মাধ্যমে গত ১২ বছরে ১১ বার ফরাসি সুপার কাপের শিরোপা জিতে নিল পিএসজি।