শনিবার,২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


সিরিয়া সরকারি কর্মীদের বেতন ৪০০ শতাংশ বাড়াচ্ছে


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০১.২০২৫

সিরিয়া সরকারি কর্মীদের বেতন ৪০০ শতাংশ বাড়াচ্ছেসিরিয়া সরকারি কর্মীদের বেতন ৪০০ শতাংশ বাড়াচ্ছে

ডেস্ক রিপোর্ট:

সিরিয়ার সরকারি চাকরিজীবীদের বেতন ৪০০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশটির অন্তবর্তী সরকারের অর্থমন্ত্রী মোহাম্মদ আবাজেদ এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এই বেতন বৃদ্ধির জন্য সরকারের প্রায় ১২৭ মিলিয়ন ডলার (১.৬৫ বিলিয়ন সিরিয়ান পাউন্ড) খরচ হবে বলে ধারণা করা হচ্ছে।

এ সংক্রান্ত একটি প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।

সিরিয়া সরকার জানায়, দক্ষতা এবং জবাবদিহি বাড়াতে মন্ত্রণালয়গুলোর প্রশাসনিক পুনর্গঠন সম্পন্ন করার পর এই বেতন বৃদ্ধি কার্যকর হবে।

সিরিয়ার অন্তর্বর্তী সরকারের অর্থমন্ত্রী মোহাম্মদ আবাজেদ রয়টার্সকে বলেন, “এটি দেশের অর্থনৈতিক বাস্তবতার জরুরি সমাধানের প্রথম পদক্ষেপ।” তিনি আরও জানান, সরকারি কর্মচারীদের গত মাসের বেতন এই সপ্তাহে দেওয়া হবে।

সিরিয়ার রাষ্ট্রীয় কোষাগার যুদ্ধের কারণে তারল্য সংকটের মুখোমুখি। কেন্দ্রীয় ব্যাংকে উপলব্ধ বেশিরভাগ অর্থই সিরিয়ান মুদ্রায়, তবে তার মূল্য অনেক কমে গেছে।

সিরিয়া সরকার বিদেশে জব্দ হওয়া সম্পদ ৪০ কোটি ডলার ফিরিয়ে আনার ব্যাপারে আশাবাদী। সিরিয়ার অর্থ মন্ত্রণালয় জানায়, আরব দেশগুলোও তাদের সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি