তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৯৫
চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতে একটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ৯৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় সময় মঙ্গলবার সকালে আঘাত হানা এই ভূমিকম্পে অসংখ্য বাড়ি-ঘর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ভূমিকম্পের কম্পন নেপালের রাজধানী কাঠমান্ডু এবং ভারতের বিভিন্ন এলাকাতেও অনুভূত হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.১। চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার জানায়, স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে এবং এর উৎপত্তিস্থল ছিল ১০ কিলোমিটার গভীরে।
বিশ্বের অন্যতম প্রধান ভূতাত্ত্বিক ফল্ট লাইনে অবস্থান করার কারণে তিব্বত অঞ্চলে ভূমিকম্প প্রায়ই ঘটে থাকে। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিগাতসে শহর, যেটি তিব্বতের অন্যতম পবিত্র স্থান হিসেবে পরিচিত। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ভূমিকম্পে এক হাজারের বেশি বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভূমিকম্পের বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে। এসব ছবিতে দেখা যাচ্ছে, অনেক ভবন ধসে পড়েছে এবং রাস্তাঘাট ভেঙে গেছে। ভূমিকম্পের পর কয়েক দফা পরাঘাত (আফটার শক) অনুভূত হয়েছে, যা আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে।
ভূমিকম্পের পরপরই চীনের বিমান বাহিনী ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার ও তল্লাশি অভিযান শুরু করেছে। সেখানে ড্রোনের মাধ্যমে অনুসন্ধান কার্যক্রম চালানো হচ্ছে। ওই অঞ্চলে বিদ্যুৎ ও পানির সরবরাহ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
অন্যদিকে, ভূমিকম্পের কম্পন নেপালেও অনুভূত হলেও সেখানে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, ২০১৫ সালে নেপালের কাঠমান্ডুতে ৭.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে প্রায় ৯ হাজার মানুষ নিহত এবং ২০ হাজারের বেশি মানুষ আহত হয়েছিল।
তিব্বতে সাম্প্রতিক ভূমিকম্পে শতাধিক মানুষ আহত হয়েছে বলে জানা গেছে। গত পাঁচ বছরের মধ্যে এটি তিব্বতের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হিসেবে রেকর্ড করা হয়েছে। ভারতের বিহারসহ বিভিন্ন অঞ্চলেও ভূমিকম্প অনুভূত হয়েছে, তবে সেখানে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।