শনিবার,২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » আন্তর্জাতিক » ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান, কানাডা কখনোই যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হবে না: ট্রুডো


ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান, কানাডা কখনোই যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হবে না: ট্রুডো


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০১.২০২৫

কানাডা কখনোই যুক্তরাষ্ট্রেরট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান, কানাডা কখনোই যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হবে না: ট্রুডো

আন্তর্জাতিক ডেস্ক:

কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম মার্কিন অঙ্গরাজ্যে পরিণত করার ডোনাল্ড ট্রাম্পের পরামর্শ প্রত্যাখ্যান করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানী জোলি ট্রাম্পের মন্তব্যকে ‘কানাডার শক্তির প্রকৃতি সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞতা’ বলে আখ্যায়িত করেছেন।

সোমবার কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্যে বানানোর ইচ্ছা পোষণ করেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এক্স-এ এক পোস্টে ট্রুডো লিখেছেন, ‌‘কানাডা কখনো যুক্তরাষ্ট্রের অংশ হবে, এমনটা কখনও হবে না। আমাদের দুই দেশের শ্রমিকরা ও সম্প্রদায়গুলো একে অপরের সবচেয়ে বড় বাণিজ্যিক এবং নিরাপত্তা অংশীদার হওয়া থেকে উপকৃত হয়।’

মার-এ-লাগোতে একটি অনুষ্ঠানে ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কি কানাডা অধিকার করতে সামরিক শক্তি ব্যবহার করার কথা ভাবছেন? জবাবে তিনি বলেন, না, অর্থনৈতিক শক্তি। কারণ কানাডা এবং যুক্তরাষ্ট্র, সেটা আসলেই একটা ব্যাপার হতে পারে।

এদিকে, কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হওয়ার প্রস্তাব নিয়ে আলোচনার মধ্যেই এবার দেশটিকে যুক্ত করে যুক্তরাষ্ট্রের নতুন মানচিত্র প্রকাশ করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মানচিত্রের ছবি প্রকাশ করে নিজের সামাজিক মাধ্যম ট্রুথে তিনি লিখেছেন, ‘ওহ কানাডা’।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি