থিকসানার হ্যাটট্রিকের পরেও শ্রীলঙ্কার হার, নিউজিল্যান্ড সিরিজ চ্যাম্পিয়ন
শ্রীলঙ্কার স্পিনার মহেশ থিকসানা ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবারের মতো হ্যাটট্রিক করেছেন। তবে তার এমন কীর্তির দিনেও দুর্দান্ত ব্যাটিং ও বোলিং করে নিউজিল্যান্ড ১১৩ রানের বড় জয় তুলে নিয়েছে। ব্যাট হাতে রাচিন রবীন্দ্র ও মার্ক চাপম্যান, আর বল হাতে উইল ও’রোর্ক ও জ্যাকব ডাফি শ্রীলঙ্কাকে পাত্তা দেননি।
হ্যামিল্টনে এই জয়ের ফলে টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডে সিরিজও নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জয় পাওয়ার পর এবার এক ম্যাচ বাকি রেখেই ওয়ানডে সিরিজ নিজেদের করে নিল স্বাগতিকরা।
বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ম্যাচটি ৩৭ ওভারে সংক্ষিপ্ত করা হয়। প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ২৫৫ রান তোলে নিউজিল্যান্ড। তাদের এই লড়াকু সংগ্রহের পেছনে বড় অবদান ছিল রাচিন রবীন্দ্রের, যিনি ১ ছক্কা ও ৯ চারের সাহায্যে ৭৯ রান করেন। ম্যাচসেরার পুরস্কারও পান তিনি। চাপম্যান ২ ছক্কা ও ৫ চারে করেন ৬২ রান।
ইনিংসের ৩৫তম ওভারের পঞ্চম ও ষষ্ঠ বলে মিচেল স্যান্টনার ও নাথান স্মিথকে আউট করার পর ৩৭তম ওভারের প্রথম বলে ম্যাট হেনরিকে আউট করে হ্যাটট্রিক সম্পন্ন করেন থিকসানা। তিনি শ্রীলঙ্কার সপ্তম বোলার হিসেবে ওয়ানডে হ্যাটট্রিকের কীর্তি গড়লেন। এর আগে কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গা তিনবার, চামিন্দা ভাস দুইবার এবং দিলশান মাদুশঙ্কা একবার এই কৃতিত্ব দেখিয়েছেন।
জয়ের জন্য ২৫৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ২২ রানের মধ্যেই প্রথম ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে তারা মাত্র ১৪২ রানে অলআউট হয়ে যায়। কামিন্দু মেন্ডিস কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। ৬৬ বলে ৫টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৬৪ রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান করেন জানিথ লিয়ানাগে।
নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে ও’রোর্ক ৩১ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন। জ্যাকব ডাফি ৩০ রান দিয়ে শিকার করেন ২টি উইকেট।