২১ বছর পর বাংলাদেশ ক্রিকেট দেখল এমন দিন
একটা স্কোয়াড ঘোষণার আগে কত রকমের আলোচনা! এটা একেবারে স্বাভাবিক। এবারও তার ব্যতিক্রম হয়নি। এবার সেই আলোচনা ও গুঞ্জনের কেন্দ্রে ছিলেন লিটন দাস এবং শরিফুল ইসলাম। সব গুঞ্জনকে মিথ্যা প্রমাণ করে তাদের রাখা হয়নি বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে।
তবে স্কোয়াড ঘোষণার পর বাংলাদেশ মুখোমুখি হয়েছে এক নতুন বাস্তবতার। সেই বাস্তবতায় সাকিব আল হাসান কিংবা তামিম ইকবালের কেউই নেই।
এটি অনেকটা আগেই নিশ্চিত ছিল। তামিম খেলবেন না, তিনি তা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন। সাকিবকে রাখা হয়নি, তার বোলিং নিষেধাজ্ঞার কারণে তাকে ব্যাটার হিসেবেও বিবেচনা করেনি বিসিবি।
শনিবার রাতে যখন বিসিবি জানায় সাকিবের বোলিং নিষিদ্ধ হওয়ার বিষয়টি, তখনই নিশ্চিত হয়ে গিয়েছিল যে সাকিব থাকবে না। শেষ দেড় বছরে সাকিবের ব্যাটিং যে রকম ছিল, তা কোনও আইসিসি ইভেন্টে খেলার জন্য যথেষ্ট ছিল না। গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বাধীন নির্বাচক কমিটি তাকে সে বিবেচনায় রাখেনি।
ফলে তামিমের পর সাকিবেরও চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা হলো না। এখন প্রশ্ন উঠেছে, বাংলাদেশ একটি বৈশ্বিক ইভেন্টে খেলছে, কিন্তু সাকিব আল হাসান এবং তামিম ইকবালের কেউই নেই দলে। এমন দৃশ্য আপনি কখন দেখেছেন?
উত্তরটা জানাতে আপনাকে একটু ভাবতে হবে। যদি আপনি জেন জি বা মিলেনিয়াল হন, তাহলে এ প্রশ্নের উত্তর দেয়া আপনার জন্য কঠিন হতে পারে। কারণ আপনি হয়তো এমন একটি টুর্নামেন্ট দেখেননি। মিলেনিয়াল হলেও এমন এক সময় থাকতে পারে, যখন আপনি এই দৃশ্যটি দেখেননি।
উত্তরে আসা যাক। উত্তরটা হলো ২০০৪ সালে। সেবার ইংল্যান্ডের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে রাজিন সালেহরের নেতৃত্বে বাংলাদেশ দল খেলতে গিয়েছিল, তখন তামিম এবং সাকিবের কেউই দলে ছিলেন না।
এরপর থেকে যখনই বাংলাদেশ আইসিসির কোনো টুর্নামেন্ট খেলেছে, সেখানে সাকিব বা তামিমদের একজনের উপস্থিতি অন্তত ছিল। ২০০৬ চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবের উপস্থিতি দিয়ে শুরু, সেবার চামিন্দা ভাস, মুত্তিয়া মুরালিধরনদের বিপক্ষে সাকিবের ৬৯ রানের ইনিংস বাংলাদেশকে কিছু সময়ের জন্য ৩০০+ রান তাড়া করে জেতার স্বপ্ন দেখিয়েছিল।
তামিমের আইসিসি ইভেন্ট অভিষেকটা পরের বছর বিশ্বকাপে, সেবার জহির খানকে ছক্কা মেরে শুরু করেছিলেন এবং ফিফটিতে দলকে জয়ের জন্য প্রেরণা দিয়েছিলেন।
এরপর দুজনেই বহু কীর্তির সাক্ষী হয়েছেন। তামিমের যাত্রা ২০১৯ সালে শেষ হয়েছিল। তারপর সাকিব ছিলেন একমাত্র বিশ্বস্ত নাম। আজ স্কোয়াড ঘোষণার পর সাকিবেরও যাত্রা শেষ হয়ে গেল। আর বাংলাদেশ নতুন এক দিগন্তে পৌঁছালো। ২১ বছর পর দল একটি আইসিসি ইভেন্টে অংশ নিতে যাচ্ছে, সেখানে সাকিব আল হাসান এবং তামিম ইকবাল দুজনের কেউই নেই।