সোমবার,১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » চ্যাম্পিয়নস ট্রফির জন্য পাকিস্তানের বড় চমক রেখে দল ঘোষণা


চ্যাম্পিয়নস ট্রফির জন্য পাকিস্তানের বড় চমক রেখে দল ঘোষণা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০১.২০২৫

চ্যাম্পিয়নস ট্রফির জন্য চ্যাম্পিয়নস ট্রফির জন্য পাকিস্তানের বড় চমক রেখে দল ঘোষণা

ডেস্ক রিপোর্ট:

পাকিস্তানে দীর্ঘদিন পর আইসিসি ইভেন্ট আয়োজিত হতে যাচ্ছে, আর সেই ইভেন্টে ঘরের মাঠে শিরোপা ধরে রাখার জন্য প্রস্তুত পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এবারের চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টে সেরাটা দিতে তারা প্রস্তুতি নিয়েছে, আর মাঠে লড়াইয়ের জন্য বর্তমান চ্যাম্পিয়নরা কঠোরভাবে প্রস্তুত।

এই আসন্ন টুর্নামেন্টের জন্য পিসিবি ঘোষণা করেছে একটি চমকপ্রদ স্কোয়াড, যার মধ্যে জায়গা পেয়েছেন ফখর জামান। বড় চমক হিসেবে দলে ফিরেছেন ইমাম উল হক।

ফখর জামান ও ইমাম উল হক, দুই ক্রিকেটারই দীর্ঘদিন ধরে জাতীয় দলে উপেক্ষিত ছিলেন। ফখর জামানকে দলে ফিরিয়ে আনার দাবিও ছিল অনেকের। তার উপেক্ষার কারণ ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের সমালোচনা করা। অন্যদিকে, ইমাম উল হক বাদ পড়েছিলেন বাজে ফর্মের কারণে। তবে তাদের অভিজ্ঞতাকে মূল্যায়ন করে পিসিবি তাদের দলে ফেরানো হয়েছে, বিশেষত ফখর জামান ছিলেন ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফির ম্যান অব দ্য ফাইনাল।

এছাড়া, পাকিস্তানের নজর ছিল ইনফর্ম ব্যাটার সাইম আইয়ুবের দিকে। সাদা বলের ক্রিকেটে দারুণ সময় পার করা এই বাঁহাতি ব্যাটার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে চোট পেয়েছেন এবং তাকে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। ফলে চ্যাম্পিয়নস ট্রফির প্রাথমিক দলে তার জায়গা হয়নি।

চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ রিজওয়ান। দলে বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা থাকবেন। তবে দলে নতুন মুখ হিসেবে সুফিয়ান মুকিম, কামরান গুলাম, ইরফান খান নিয়াজি জায়গা পেয়েছেন। পাকিস্তানের পেস বোলিং বিভাগটি বরাবরের মতো শক্তিশালী, যেখানে শাহিন, নাসিম ও হারিসের দুর্দান্ত ত্রয়ী আক্রমণ করবে, এছাড়া মোহাম্মদ হাসনাইন ও আব্বাস আফ্রিদির মতো পরিক্ষীত মুখও রয়েছেন।

পাকিস্তানের গণমাধ্যম সামা টিভি জানিয়েছে, পিসিবি এখনো ১৫ সদস্যের চূড়ান্ত দল আইসিসির কাছে পাঠায়নি। তারা ১৮ জনের সংক্ষিপ্ত দলটি আইসিসির কাছে জমা দিয়েছে, আর চূড়ান্ত দল ঘোষণার সময় এই দলটি ১৫ জনে নামিয়ে আনা হবে।

পাকিস্তানের দল : মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), বাবর আজম, তৈয়ব তাহির, ইরফান খান নিয়াজি, সুফিয়ান মুকিম, মোহাম্মদ হাসনাইন, আবদুল্লাহ শফিক, নাসিম শাহ, উসমান খান, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, আবরার আহমেদ, কামরান গুলাম, সালমান আলি আঘা, ইমাম উল হক, ফখর জামান, হাসিব উল্লাহ, আব্বাস আফ্রিদি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি