সোমবার,১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


দাপুটে জয়ে বাংলাদেশের বিশ্বকাপ শুরু


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০১.২০২৫

দাপুটে জয়ে বাংলাদেশের বিশ্বকাপ শুরুদাপুটে জয়ে বাংলাদেশের বিশ্বকাপ শুরু

ডেস্ক রিপোর্ট:

বোলিংয়ে দাপট দেখিয়েছেন জান্নাতুল মাওয়া ও ফাহমিদা ছোঁয়া। তাদের অসাধারণ পারফরম্যান্সে নেপালকে ৫২ রানে গুটিয়ে দিয়ে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ৫ উইকেটের বড় জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

মালয়েশিয়ার ইউকেএম ক্রিকেট ওভালে ম্যাচের শুরুতেই টস ভাগ্যে জিতে বোলিং নেওয়ার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক সুমাইয়া আক্তার। তার সিদ্ধান্তকে যথার্থ প্রমাণ করেন দলের বোলাররা। শুরু থেকেই নেপালের ব্যাটিং লাইনআপ চাপে রাখে তারা। ইনিংসের তৃতীয় ওভারেই প্রথম সাফল্য আসে, এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে।

নেপালের ওপেনার সানা পারভীন দলের পক্ষে সর্বোচ্চ ১৯ রান করেন। কিন্তু জান্নাতুল মাওয়ার বলে বোল্ড হয়ে ফিরলে দল বিপাকে পড়ে। এর পরের ব্যাটাররা চেষ্টা করলেও রান আউটসহ একাধিক ভুলে ৫২ রানের বেশি করতে পারেনি নেপাল।

বাংলাদেশের বোলারদের মধ্যে মাওয়া ২ উইকেট নেন। ফাহমিদা ছোঁয়া, আনিসা আক্তার সোবা এবং নিশিতা আক্তার নেন ১টি করে উইকেট।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে কিছুটা বিপাকে পড়ে বাংলাদেশ। দলীয় ৪ রানেই প্রথম উইকেট হারায় লাল-সবুজের দল। এরপর টপ অর্ডারের আরও দুই উইকেট হারিয়ে স্কোর দাঁড়ায় ১১/৩।

সেখান থেকে দলকে টেনে তোলেন সাদিয়া ইসলাম ও সুমাইয়া আক্তার। সাদিয়া ২৪ বলে ১৬ রান করেন। সুমাইয়া আউট হওয়ার আগে করেন ১২ রান। পরে আফিয়া আসিমার ৯ ও জান্নাতুল মাওয়ার অপরাজিত ৫ রানের ইনিংসে ১৩.২ ওভারে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

শুভ সূচনা করা বাংলাদেশ এবার প্রস্তুতি নিচ্ছে শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার। আগামী ২০ জানুয়ারি অজি মেয়েদের বিপক্ষে খেলবে সুমাইয়ার দল। এরপর ২২ জানুয়ারি স্কটল্যান্ডের মুখোমুখি হবে তারা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি