নতুন টাকা ছাপানোয় মূল্যস্ফীতি বাড়বে: ফখরুল
নতুন টাকা ছাপানোয় দেশের অর্থনীতিতে মূল্যস্ফীতি বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৮ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার বিগত আওয়ামী লীগ সরকারের মতোই অর্থনীতির জন্য ক্ষতিকর সিদ্ধান্ত নিয়ে টাকা ছাপানোর পথ বেছে নিয়েছে। তিনি বলেন, “এতে মূল্যস্ফীতি আরও বেড়ে যাবে। বর্তমানে উচ্চমূল্যের জ্বালানি খরচ আরও বাড়বে, যার প্রভাব দৈনন্দিন জীবনযাত্রার ব্যয়েও পড়বে। ফলে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠবে।”
মির্জা ফখরুল আরও বলেন, চলমান সংকটের সময় সরকার ১০০টি পণ্যের ওপর নতুন ভ্যাট ও শুল্ক আরোপ করেছে। তিনি বলেন, “এমন পদক্ষেপ জনজীবনে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলবে।”
তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার তাদের দুর্নীতি ও লুটপাটের কারণে বাজেট মেটাতে হিমশিম খাচ্ছে। তিনি বলেন, “চলতি বছরের মাঝপথে ভ্যাট ও শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত জনগণের ওপর চরম চাপ সৃষ্টি করবে। অথচ সরকারের উচিত ছিল উন্নয়ন বাজেট পুনর্বিবেচনা করে অপ্রয়োজনীয় প্রকল্প বাতিল করা।” তিনি দাবি করেন, “এভাবে ২০ শতাংশ ব্যয় কমিয়ে ৬০ হাজার কোটি টাকা পর্যন্ত সাশ্রয় করা সম্ভব।”
মির্জা ফখরুল মনে করেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের অর্থনীতিতে সাহায্য নিয়ে এগিয়ে আসবে। তিনি বলেন, “আইএমএফের কঠোর শর্ত শিথিল করার জন্য আন্তর্জাতিকভাবে প্রচেষ্টা চালানো যেতে পারে।”
তিনি বলেন, “সরকারের সাম্প্রতিক ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্তের ফলে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য, ওষুধ, পোশাক, এমনকি মোবাইল ইন্টারনেট সেবার খরচ বেড়ে যাবে। এতে দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।”
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ উপস্থিত ছিলেন।