সংসদ সদস্যের সঙ্গেই বিয়ে হচ্ছে ক্রিকেটার রিংকুর
ভারতের ক্রিকেটার রিঙ্কু সিং শীঘ্রই সমাজবাদী পার্টির সংসদ সদস্য প্রিয়া সরোজকে বিয়ে করতে চলেছেন। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষে বিয়ের দিন নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রিয়ার বাবা তুফানি সরোজ।
রিঙ্কু বর্তমানে কলকাতায় অবস্থান করছেন এবং পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশগ্রহণ করবেন। সিরিজ চলাকালীন তাকে বিভিন্ন শহরে সফর করতে হবে। সিরিজ শেষ হওয়ার পরই বিয়ে নিয়ে বিস্তারিত আলোচনা হবে। উল্লেখ্য, প্রিয়ার বাবা তুফানি সরোজ তিনবারের সংসদ সদস্য এবং বর্তমানে উত্তরপ্রদেশের কেরাকট থেকে বিধায়ক।
তুফানি সরোজ জানান, “শেষবার যখন রিঙ্কুর পরিবারের সঙ্গে আলোচনা হয়েছিল, তখন তা ইতিবাচক ছিল। প্রিয়া এবং রিঙ্কু দুজনেই তাদের বিয়ে নিয়ে একমত। লোকসভা অধিবেশন ও টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পর তারা একসঙ্গে বসে বিয়ের দিন নির্ধারণ করবে।”
সম্প্রতি তুফানি আলিগড়ে ছিলেন, যেখানে তিনি রিঙ্কুর বাবার সঙ্গে এই বিষয়ে কথা বলেন। তুফানি আরও বলেন, “প্রিয়ার এক বন্ধুর বাবা ক্রিকেটার ছিলেন। সেই সূত্র ধরেই রিঙ্কু ও প্রিয়ার প্রথম দেখা। অনেক দিন ধরে তারা একে অপরকে চেনে। দুই পরিবার রাজি থাকায় প্রিয়া ও রিঙ্কু বিয়ের জন্য প্রস্তুত।”