রবিবার,৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা ট্রাম্পের


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০১.২০২৫

মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থামেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা ট্রাম্পের

ডেস্ক রিপোর্ট:

গতকাল, স্থানীয় সময় সোমবার, যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর ট্রাম্প জানিয়েছেন, তিনি বেশ কিছু নির্বাহী আদেশ জারি করবেন। তার মধ্যে অন্যতম, আমেরিকার দক্ষিণ সীমান্তে, বিশেষ করে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে জাতীয় জরুরি অবস্থা জারি করবেন তিনি।

আজ মঙ্গলবার, দেশটির সংবাদমাধ্যম সিএনএন নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ক্ষমতা গ্রহণের আগে ট্রাম্প অবিলম্বে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশ বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছেন। তিনি আরও বলেছেন, যেসব ‘লাখ লাখ অপরাধী’ অবৈধভাবে যুক্তরাষ্ট্রে আছেন, তাদেরকে তাদের নিজ দেশেই ফেরত পাঠানো হবে।

এছাড়া, ট্রাম্প তার ‘রিমেইন ইন মেক্সিকো’ বা ‘মেক্সিকোতেই থাকো’ নীতি পুনরায় কার্যকর করার ঘোষণা দিয়েছেন।

এদিকে, সীমান্ত এলাকায় আরও সৈন্য এবং জনবল পাঠানোর পরিকল্পনা রয়েছে বলেও ঘোষণা করেছেন তিনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি