সোমবার,১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


ব্রাজিলিয়ানদের আধিপত্যে বড় জয় রিয়াল মাদ্রিদের


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০১.২০২৫

ব্রাজিলিয়ানদের আধিপত্যেব্রাজিলিয়ানদের আধিপত্যে বড় জয় রিয়াল মাদ্রিদের

ডেস্ক রিপোর্ট:

লা-লিগায় শীর্ষে থাকলেও চলমান চ্যাম্পিয়নস লিগে নিজেদের খুঁজে পেতে কিছুটা কষ্ট হচ্ছিল বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। বদলে যাওয়া সংস্করণে খেলতে গিয়ে তারা কিছুটা কোণঠাসা হয়ে পড়েছিল, এমনকি এক সময় তারা ২২ নম্বরে নেমে গিয়েছিল।

তবে বুধবার (২২ জানুয়ারি) রাতে একটি গুরুত্বপূর্ণ ম্যাচে নিজেদের শক্তি দেখিয়ে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সবচেয়ে সফল দলটি প্রমাণ করেছে কেন তারা ‘ইউরোপের রাজা’। সালজবুর্গকে ৫-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।

সান্তিয়াগো বার্নাব্যুতে শুরুতেই ব্রাজিলিয়ান তারকা রদ্রিগোর দুটি গোলের পর ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে গোল করেন। এরপর জোড়া গোল করেন আরেক ব্রাজিলিয়ান ভিনিসিয়ুস জুনিয়র। অর্থাৎ, রিয়ালের ৫ গোলের ৪টি এসেছে দুই ব্রাজিলিয়ান তারকার পা থেকে।

শেষ দিকে একটি গোল শোধ করে সালজবুর্গ। বড় ব্যবধানের এই জয়টি রিয়াল মাদ্রিদকে ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তালিকার ১৬ নম্বরে উঠিয়ে নিয়ে আসে, যেখানে তারা এখনো চ্যাম্পিয়নস লিগের সর্বাধিক শিরোপা জয়ী ক্লাব।

একই রাতে অন্য একটি ম্যাচে বড় অঘটন ঘটেছে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে। ৩-০ গোলে হেরে গেছে জার্মান ক্লাবটি ফেইনুর্দের কাছে। তবে একই ব্যবধানে জয় পেয়েছে আর্সেনাল, তারা দিনামো জাগরেভকে হারিয়েছে। আর ১-০ গোলে জয় পেয়েছে দুই প্রতিবেশী ইন্টার মিলান ও এসি মিলান। ইন্টার স্পার্তা প্রাহাকে এবং এসি মিলান জিরোনাকে হারিয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি