ভারতকে হারাতে ইংল্যান্ড একাদশে যে পরিবর্তন আনল
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারতের কাছে বড় ব্যবধানে পরাজিত হয়েছে ইংল্যান্ড। ১৩২ রানে অলআউট হওয়ার পর ৭ উইকেটে হারে তারা। এমন হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর জন্য মরিয়া ইংলিশ দল। একাদশে পরিবর্তনও এনেছে তারা।
সিরিজে ঘুরে দাঁড়ানোর ম্যাচে ইংল্যান্ডের একাদশ থেকে বাদ পড়েছেন ইডেন গার্ডেনে খরুচে পেসার গাস অ্যাটকিনসন। হেরে যাওয়া প্রথম ম্যাচে ২ ওভারে ৩৮ রান খরচ করেছেন তিনি। এ কারণেই তাকে একাদশ থেকে বাদ দেওয়া হয়েছে। তার জায়গায় চেন্নাইয়ে আজ মাঠে নামবেন ব্রাইডন কার্স।
অর্থাৎ পেসারের জায়গায় আরেক পেসারকেই খেলাচ্ছে জস বাটলারের দল, ফলে কম্বিনেশন অপরিবর্তিত থাকবে।
এ দিন বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় চেন্নাইয়ে শুরু হবে ম্যাচটি। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে স্বাগতিক ভারত।
ইংল্যান্ড একাদশ: বেন ডাকেট, ফিল সল্ট (উইকেটরক্ষক), জস বাটলার (অধিনায়ক), হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, জ্যাকব বেথেল, জেমি ওভারটন, ব্রাইডন কার্স, জোফরা আর্চার, আদিল রশিদ ও মার্ক উড।