সোমবার,১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


এতো সংঘর্ষের পর আ.লীগ কি নিজেদের অবস্থান মজবুত করতে পারবে?


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০১.২০২৫

সংঘর্ষের পর আ.লীগএতো সংঘর্ষের পর আ.লীগ কি নিজেদের অবস্থান মজবুত করতে পারবে?

২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে ছাত্রনেতা আবু সাঈদ নিহত হওয়ার পর দেশের রাজনীতিতে ব্যাপক পরিবর্তন আসে। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে ৫ আগস্ট ক্ষমতা ছাড়তে বাধ্য হয়। দেশের বিভিন্ন স্থানে দমন-পীড়ন ও হত্যার অভিযোগে হাসিনা ভারত পালিয়ে যান, আর তার ১৬ বছরের শাসনের অবসান ঘটে।

আওয়ামী লীগ এ পতনের পর থেকে বিভক্ত অবস্থায় রয়েছে। তৃণমূল কর্মীরা শীর্ষ নেতাদের কাছে জবাবদিহি চাইছেন, কিন্তু অনেক নেতা ব্যর্থতার দায় এড়ানোর চেষ্টা করছেন। কিছু নেতা আন্তর্জাতিক ষড়যন্ত্রের কথা বললেও জনগণের অভিযোগ সমাধানে ব্যর্থ হয়েছেন।

ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পর অনেক কর্মী আত্মগোপনে চলে গেছেন। খুলনার এক ছাত্রনেতা হতাশার কথা জানিয়ে বলেন, “দল আমাদের ছেড়ে দিয়েছে। আমি আর রাজনীতিতে ফিরব না।” অন্যদিকে, কৃষক লীগ ও চিকিৎসক সমিতির সদস্যরা দলীয় কাঠামোতে সঠিক নেতৃত্বের অভাব ও দীর্ঘদিনের জবাবদিহিহীনতা নিয়ে সমালোচনা করেছেন।

বিশ্লেষকরা মনে করেন, আওয়ামী লীগের পুনরুত্থানের জন্য আত্মসমালোচনা ও জনগণের আস্থা পুনর্গঠন জরুরি। বিশেষজ্ঞরা বলেছেন, দলকে ক্ষমতাসীন অবস্থায় সংঘটিত অপরাধের জন্য ক্ষমা চাইতে হবে এবং দলীয় নেতৃত্বে বড় পরিবর্তন আনতে হবে। তবে শেখ হাসিনার অনুপস্থিতিতে দলটি নেতৃত্ব ও সংগঠনের সংকটে রয়েছে।

অন্তর্বর্তীকালীন সরকার ও ছাত্র আন্দোলনের নেতারা আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নিতে দিতে চান না। তাদের দাবি, জবাবদিহি নিশ্চিত করে সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে হবে। তবে দলের কিছু নেতা বিদেশ থেকে পুনর্গঠনের আহ্বান জানালেও তা কর্মীদের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে না।

বিশ্লেষকদের মতে, আওয়ামী লীগের ভবিষ্যৎ অনিশ্চিত। জনগণের আস্থা পুনরুদ্ধার ছাড়া তাদের রাজনৈতিক পুনরুত্থান কঠিন হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি