পাসপোর্ট ছাড়া সব দেশ ভ্রমণ করতে পারেন পৃথিবীতে মাত্র তিন ব্যক্তি
বিশ্বে পাসপোর্ট ব্যবস্থা চালুর পর একশ বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে। এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার সময়, তিনি রাষ্ট্রপ্রধান হোন বা কোনো ব্যক্তিত্ব কিংবা সাধারণ মানুষ—সবারই পাসপোর্ট প্রয়োজন। পাসপোর্ট ছাড়া এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণের কথা কল্পনাও করা যায় না। পাসপোর্টে সংশ্লিষ্ট ব্যক্তির নাম, ঠিকানা, বয়স, ছবি, নাগরিকত্বের প্রমাণ এবং স্বাক্ষর থাকে। এটি একটি স্বাভাবিক নিয়ম। কিন্তু আপনি কি জানেন, এই নিয়ম তিনজনের ক্ষেত্রে প্রযোজ্য নয়? তারা বিদেশ ভ্রমণে গেলে পাসপোর্টের কথা কেউ জিজ্ঞাসাও করবে না।
এই সৌভাগ্যবান তিনজন হলেন ব্রিটেনের রাজা, জাপানের রাজা এবং রানি। ব্রিটেনের রানি এলিজাবেথ যতদিন বেঁচে ছিলেন, ততদিন তিনি এই সুবিধা ভোগ করেছেন। তার মৃত্যুর পর ব্রিটেনের রাজার সেক্রেটারি সব দেশকে একটি বার্তা পাঠিয়েছিলেন। সেই বার্তায় তিনি জানিয়েছিলেন, তৃতীয় চার্লস ব্রিটেনের রাজা হওয়ায় তাকে সব দেশে অবাধে যাওয়ার অনুমতি দেওয়া হোক।
শুধু ব্রিটেনের রাজ পরিবারের রাজাই পাসপোর্ট ছাড়া অন্য দেশে যাতায়াত করতে পারেন। তার পরিবারের অন্যান্য সদস্যদের জন্য পাসপোর্ট থাকা আবশ্যক। এমনকি রানি হলেও তিনি এই সুবিধা পান না। একইভাবে জাপানের রাজা এবং রানিও এই সুবিধা ভোগ করেন। তারাও পাসপোর্ট ছাড়াই যেকোনো দেশে যেতে পারেন।
জানা গেছে, ব্রিটেনের রাজার সফরের সময় একটি বিশেষ নথি রাখা হয়। এই নথিতে লেখা থাকে, যার কাছে এই নথি থাকবে, তাকে অবাধে সফর করার সুযোগ দেওয়া হোক। তবে এই নথি শুধুমাত্র রাজাই পেয়ে থাকেন। অন্যদিকে, জাপানের রাজা ও রানি কোনো দেশ সফর করার আগে সংশ্লিষ্ট দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য সহ একটি পত্র পাঠানো হয়। এর ফলে তাদের ইমিগ্রেশনের মুখোমুখি হতে হয় না।
পৃথিবীর ২০০টিরও বেশি দেশের ৮০০ কোটিরও বেশি মানুষের মধ্যে শুধুমাত্র এই তিনজন ব্যক্তিই পাসপোর্ট ছাড়াই এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত করতে পারেন। তাদের পাসপোর্ট দেখতে চাওয়ার প্রশ্নই ওঠে না, বরং তাদের অতিরিক্ত আতিথেয়তা ও পূর্ণ মর্যাদা দেওয়া হয়।
তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।