শনিবার,৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


ট্রাম্প কানাডা-মেক্সিকোর পণ্যে ২৫% শুল্ক আরোপ করছেন, আগামীকাল থেকে কার্যকর


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.০১.২০২৫

মেক্সিকোর পণ্যেট্রাম্প কানাডা-মেক্সিকোর পণ্যে ২৫% শুল্ক আরোপ করছেন, আগামীকাল থেকে কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক:

কানাডা ও মেক্সিকোর পণ্যে ২৫ শতাংশ শুল্ক বসাচ্ছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামীকাল থেকেই এই শুল্ক বসতে যাচ্ছে।তবে তিনি জানিয়েছেন, তেল আমদানির ক্ষেত্রে এই শুল্ক কার্যকর হবে কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

গতকাল বৃহস্পতিবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমাদের সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ অবৈধ অভিবাসী ও ফেন্টানিল প্রবেশ করছে, যা যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতিকর। পাশাপাশি আমাদের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাণিজ্য ঘাটতিও রয়েছে। এসব সমস্যা সমাধানের জন্যই আমি এই শুল্ক বসানোর সিদ্ধান্ত নিয়েছি।

এ ছাড়াও চীনের ওপরও নতুন শুল্ক বসানোর পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানান আগে ১০ শতাংশ হারের কথা বলা হলেও শুল্ক আরও বাড়তে পারে। তিনি অভিযোগ করেন, চীন যুক্তরাষ্ট্রে ফেন্টানিল সরবরাহ করছে, যার ফলে হাজার হাজার মার্কিন নাগরিক মারা যাচ্ছে।

ট্রাম্পের এই শুল্ক নীতির কারণে চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ আবার শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এর আগে, ২০১৮ সাল থেকে চীনের আমদানি উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিল, যার একটি বড় কারণ ছিল ট্রাম্প প্রশাসনের ধারাবাহিক শুল্ক বৃদ্ধির নীতি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি