‘জাতিসংঘের রিপোর্ট গণহত্যার দলিল হয়ে থাকবে’
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জাতিসংঘের রিপোর্ট গণহত্যার দলিল হিসেবে ইতিহাসে স্থান পাবে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনকে অভিনন্দন জানিয়ে তিনি এক বিবৃতি দেন।
বিবৃতিতে জামায়াত আমির বলেন, জাতিসংঘের এই রিপোর্ট মজলুমের পক্ষে নয়, বরং মজলুমের বিষয়ে গণহত্যার দলিল হিসেবে বিবেচিত হবে। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে সকল গণহত্যাকারী এবং তাদের সহযোগীদের বিচার নিশ্চিত করতে হবে। জনগণের ধারণা, গণহত্যার অপরাধে জড়িত আওয়ামী লীগের এই দেশে রাজনীতি করার কোনো নৈতিক অধিকার নেই। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিও অন্তর্বর্তীকালীন সরকারের বিবেচনায় নেওয়া উচিত বলে তিনি মনে করেন।
তিনি আরও বলেন, জাতিসংঘের তদন্ত প্রতিবেদনের মাধ্যমে খুনি ও তাদের মূল হোতাদের তথ্য ও পরিচয় বিশ্ববাসীর কাছে প্রকাশিত হয়েছে। এই প্রতিবেদনের মাধ্যমে সত্য উদ্ঘাটিত হওয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানানো হয়েছে।
শফিকুর রহমান তার বিবৃতিতে বলেন, বাংলাদেশে ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশেই গত জুলাই ও আগস্ট মাসে সকল হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, যা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের প্রতিবেদনের মাধ্যমে বিশ্ববাসীর কাছে উন্মোচিত হয়েছে। এতে গোটা জাতি স্বস্তি পেয়েছে এবং অপরাধীদের বিচারের ব্যাপারে আশাবাদী হয়েছে। জাতিসংঘের তদন্ত প্রতিবেদনের মাধ্যমে বিশ্ববাসীর কাছে স্পষ্ট হয়েছে যে, শেখ হাসিনার নির্দেশেই দেশে সকল হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এবং মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। খুনিদের মূল হোতা ও তাদের সহযোগীরা দেশের নাগরিকদের ওপর অকথ্য জুলুম-নির্যাতন, গুম এবং ভয়াবহ গণহত্যা চালিয়েছে। লাশ স্তূপ করে পুড়িয়ে ফেলা হয়েছে। বাংলাদেশের গণতন্ত্র এবং গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে। আয়নাঘর তৈরি করে দেশের মানুষকে গুম ও পাশবিক নির্যাতনের শিকার করা হয়েছে।
জামায়াত আমির আরও বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য গত বছরের ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত বাংলাদেশে যে নৃশংস ও নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছে, তারই স্বীকৃতি মিলেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের তদন্ত প্রতিবেদনের মাধ্যমে।