পশ্চিম মালিতে অবৈধভাবে পরিচালিত একটি স্বর্ণের খনি ধসে অন্তত ৪৮ জন নিহত হয়েছেন। কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্র বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছে। আফ্রিকার অন্যতম প্রধান স্বর্ণ উৎপাদক দেশ মালিতে প্রায়ই মারাত্মক ভূমিধস ও দুর্ঘটনা ঘটে। দেশটির কর্তৃপক্ষ মূল্যবান ধাতুর অনিয়ন্ত্রিত খনির কার্যক্রম নিয়ন্ত্রণে কঠোর সংগ্রাম চালিয়ে যাচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, খনি ধসের পর ৪৮ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে কয়েকজন পানিতে পড়ে গিয়েছিলেন, যাদের মধ্যে একজন নারীও ছিলেন। স্থানীয় একজন কর্মকর্তা এবং কেনিবা স্বর্ণ খনি সমিতি উভয়ই ৪৮ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। একটি পরিবেশবাদী সংস্থার প্রধান এএফপিকে জানিয়েছেন, ক্ষতিগ্রস্তদের সন্ধান কার্যক্রম এখনও চলছে।
এই দুর্ঘটনাটি শনিবার একটি পরিত্যক্ত স্থানে ঘটেছে, যেখানে আগে একটি চীনা কোম্পানি খনির কাজ পরিচালনা করত। এর আগে, গত জানুয়ারিতে দক্ষিণ মালিতে একটি স্বর্ণ খনিতে ভূমিধসে কমপক্ষে ১০ জন নিহত হন। সেই ঘটনায় আরও অনেক নিখোঁজ হয়েছিলেন, যাদের মধ্যে বেশিরভাগই ছিলেন নারী।
সূত্র : ভয়েস অব আমেরিকা