বুধবার,১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ


টানা টস হারের বিশ্ব রেকর্ড গড়ল ভারত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০২.২০২৫

টানা টস হারের বিশ্ব রেকর্ড গড়ল ভারতটানা টস হারের বিশ্ব রেকর্ড গড়ল ভারত

ডেস্ক রিপোর্ট:

টানা টস হারের বিশ্ব রেকর্ড গড়ল ভারতীয় ক্রিকেট দল। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের পর থেকে এ পর্যন্ত টানা ১২ ম্যাচে টস হারে ভারত। এই রেকর্ডটি ওয়ানডে ক্রিকেটে কোনো দলের টানা টস হারের সর্বোচ্চ নজির। এর আগে নেদারল্যান্ডসের নামে ছিল টানা ১১ ম্যাচে টস হারের রেকর্ড। ২০১১ সালের মার্চ থেকে ২০২৩ সালের আগস্ট পর্যন্ত তারা টানা ১১টি ম্যাচে টসে হেরেছিল।

ভারতের টসে হারার এই ধারা শুরু হয় ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল থেকে। সেই ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে টসে হেরেছিল ভারত, এবং শেষ পর্যন্ত ট্রফিও জিতেছিল অস্ট্রেলিয়া। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচে টসে হারে ভারত। সেই সময় দলকে নেতৃত্ব দিয়েছিলেন লোকেশ রাহুল।

২০২৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচেও টসে হারে ভারত। এই সিরিজেও ভারত হেরে যায়। কিছুদিন আগে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষেও টানা তিন ম্যাচে টস হারে ভারত। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে টসে হারে ভারত। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষেও টস হারল তারা। এভাবে সব মিলিয়ে টানা ১২টি ম্যাচে টসে হারে ভারত।

রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির পঞ্চম ম্যাচে মুখোমুখি হয় ভারত ও পাকিস্তান। দুই চির প্রতিদ্বন্দ্বীর এই গুরুত্বপূর্ণ ম্যাচেও টসে হারে ভারত। টস জিতে ব্যাটিংয়ে নেমে সাবধানী শুরু করে পাকিস্তান। ৮.২ ওভারে কোনো উইকেট না হারিয়ে তারা ৪১ রান করে। এরপর মাত্র ৬ রানের ব্যবধানে দুই ওপেনার বাবর আজম ও ইমামুল হকের উইকেট হারিয়ে পাকিস্তান কিছুটা চাপে পড়ে। তবে অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিলের ব্যাটিংয়ে তারা চাপ সামাল দিতে সক্ষম হয়।

রিপোর্ট লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ২৭ ওভারে ২ উইকেটে ১১৬ রান। সৌদ শাকিল ৩৮ রানে এবং রিজওয়ান ৩২ রানে ব্যাটিং করছেন। ম্যাচের পরিস্থিতি এখনো উভয় দলের জন্য সমানভাবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি