বুধবার,১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ


শেখ হাসিনার দৃশ্যমান বিচার দেখতে চায় এনসিপি: নাহিদ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৩.২০২৫

শেখ হাসিনার দৃশ্যমান
ডেস্ক রিপোর্ট:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ছাত্র-জনতার ওপর সংঘটিত হত্যাকাণ্ডের দায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্রুত ও দৃশ্যমান বিচার দাবি করেছেন। দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এ দাবি জানিয়েছেন।

মঙ্গলবার (৪ মার্চ) সকালে রাজধানীর রায়েরবাজারে শহীদদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি এ দাবি পুনর্ব্যক্ত করেন।

নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত গণহত্যা এবং শেখ হাসিনা সরকারের ফ্যাসিবাদী দমন-পীড়নের শিকার হয়েছিল ছাত্র-জনতা। পুরো বিশ্ব তার সাক্ষী। আমরা চাই, যত দ্রুত সম্ভব শেখ হাসিনার বিচার কার্যক্রম শুরু হোক এবং তা দৃশ্যমান হোক। এই বিচারের মাধ্যমে যারা আন্দোলনে শহীদ হয়েছেন, আত্মত্যাগ করেছেন বা আহত হয়েছেন, তাদের ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব। এতে তাদের পরিবারের দুঃখ কিছুটা লাঘব হতে পারে।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় যে ফ্যাসিবাদী ও স্বৈরাচারী শক্তি সক্রিয় হয়েছিল, তার পুনরাবৃত্তি যেন বাংলাদেশে না ঘটে, তা নিশ্চিত করতে হবে। শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বে যেন এর পুনরাবৃত্তি না ঘটে, সেদিকেও নজর দিতে হবে। এই বিচার বিশ্ব ইতিহাসে একটি নজির হিসেবে থাকা উচিত। আমরা সরকারের কাছে দাবি জানাই, যেন দ্রুততম সময়ে এই বিচার কার্যক্রম শুরু হয় এবং তা জনগণের সামনে দৃশ্যমান হয়।

নাহিদ ইসলাম আরও বলেন, আজ আমরা জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত করেছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেছি। ২০২৪ সালের জুলাই মাসে স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে যে গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল, তাতে শত শত ছাত্র, তরুণ, শ্রমিকসহ বিভিন্ন পেশার মানুষ প্রাণ দিয়েছেন। তাদের আত্মত্যাগের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই।

এনসিপির আহ্বায়ক আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আমাদের অংশগ্রহণের মূল আকাঙ্ক্ষা ছিল একটি ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা। সেই আকাঙ্ক্ষাকে ধারণ করেই আমরা আমাদের কার্যক্রম শুরু করছি।

এ সময় এনসিপির সদস্যসচিব আখতার হোসেনসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি