বুধবার,১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ


২০৩০ বিশ্বকাপে খেলবে ৬৪ দল!


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৩.২০২৫

২০৩০ বিশ্বকাপে খেলবে
ডেস্ক রিপোর্ট:

শতবর্ষপূর্তি উপলক্ষে ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে তিনটি মহাদেশের ছয়টি দেশে। মূল আয়োজক হিসেবে থাকছে স্পেন, পর্তুগাল ও মরক্কো। এছাড়া বিশ্বকাপ আয়োজনের শতবর্ষ পূর্তি উপলক্ষে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে একটি করে ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। এই বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যাও পরিবর্তন হতে পারে।

ফিফা বিশ্বকাপের শতবর্ষ পূর্তি উপলক্ষে ৬৪টি দল নিয়ে বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব যাচাই-বাছাই করে দেখছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টাইমস’ জানিয়েছে, উরুগুয়ের ফিফা কাউন্সিল সদস্য ইগনাসিও আলোনসো গত বুধবার ফিফার একটি বৈঠকে এই প্রস্তাব উত্থাপন করেন। সেখানে ফুটবল সংশ্লিষ্ট সিনিয়র ব্যক্তিত্বরা এ নিয়ে কিছু শঙ্কাও প্রকাশ করেছেন। তবে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো এই প্রস্তাব বিবেচনা করে দেখার কথা বলেছেন।

১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ আয়োজিত হয় ১৩টি দল নিয়ে। এরপর বিভিন্ন সময়ে দলের সংখ্যা পরিবর্তিত হয়েছে। সর্বশেষ ১৯৯৮ সালে ফ্রান্স বিশ্বকাপ থেকে শুরু করে ২০২২ কাতার বিশ্বকাপ পর্যন্ত ৩২টি দল নিয়ে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে। ২০২৬ সালের বিশ্বকাপে দলের সংখ্যা বেড়ে ৪৮টি হবে। এবার ২০৩০ বিশ্বকাপে দলের সংখ্যা ৬৪-এ উন্নীত করার প্রস্তাব ফুটবল বিশ্বকে চমকে দিয়েছে।

৬৪ দল নিয়ে বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব নিয়ে ফিফা একটি বিবৃতিও প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, ‘২০৩০ সালে বিশ্বকাপের শতবর্ষ উদযাপন উপলক্ষে ৬৪টি দল নিয়ে বিশ্বকাপ আয়োজনের প্রস্তাবটি যাচাই করা হচ্ছে। ৫ মার্চ ফিফা কাউন্সিল মিটিংয়ের শেষ দিকে ফিফার একজন কাউন্সিল সদস্য বিভিন্ন এজেন্ডার আলোচনায় স্বতঃস্ফূর্তভাবে এ প্রস্তাব দেন। ফিফার দায়িত্ব হচ্ছে কাউন্সিল সদস্যদের যেকোনো প্রস্তাবকে আমলে নিয়ে যাচাই করে দেখা।’

২০২৬ বিশ্বকাপের পরই ফিফা ২০৩০ সালের বিশ্বকাপের চূড়ান্ত ঘোষণা দেবে। পুরো ফুটবল বিশ্ব এখন সেই ঐতিহাসিক ঘোষণার অপেক্ষায়!



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি