ডেস্ক রিপোর্ট:
ভারত ও পাকিস্তানের মধ্যকার চলমান উত্তেজনা ক্রিকেট বিশ্বেও প্রভাব ফেলেছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর বর্তমান আসরের বাকি ম্যাচগুলো অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়েছে। অন্যদিকে, পাকিস্তান সুপার লিগ (পিএসএল) সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তরিত হলেও টুর্নামেন্টটি চালানো কঠিন হয়ে পড়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এটি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
এই টুর্নামেন্টে অংশ নিতে পাকিস্তানে গিয়েছিলেন বাংলাদেশের দুই উদীয়মান ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা। তবে পিএসএল স্থগিত হওয়ায় তাদের দেশে ফিরে আসতে হয়েছে। এছাড়াও, টুর্নামেন্টটি কভার করতে যাওয়া বাংলাদেশের দুই ক্রীড়া সাংবাদিকও তাদের সঙ্গে ফিরেছেন। পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিশেষ ব্যবস্থায় তাদের নিরাপদে দেশে ফিরিয়ে আনে।
শনিবার (১০ মে) বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায় তারা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পাকিস্তানে হামলার খবর শোনার পর বিসিবি খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে। গতকাল (৯ মে) পাকিস্তান এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে তাদের দুবাইয়ে পাঠানো হয়, সেখান থেকে আজ এমিরেটস এয়ারলাইনের মাধ্যমে তারা ঢাকায় ফিরে আসেন।