বুধবার,৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ


ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে ২১ মুসলিম দেশ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৬.২০২৫


ডেস্ক রিপোর্ট:

মধ্যপ্রাচ্যে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র মিসরসহ ২১টি মুসলিম দেশ। একইসঙ্গে তারা অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে এবং অঞ্চলটিকে পরমাণু অস্ত্রমুক্ত রাখতে উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছে।

সোমবার এক খোলা চিঠির মাধ্যমে দেশগুলো এ আহ্বান জানায়। এতে স্বাক্ষর করেছে মিসর, আলজেরিয়া, বাহরাইন, ব্রুনেই, চাদ, কোমরোস, জিবুতি, গাম্বিয়া, ইরাক, জর্ডান, কুয়েত, লিবিয়া, মৌরিতানিয়া, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, সুদান, সোমালিয়া, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত।

চিঠিতে বলা হয়, ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাত পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তাই অবিলম্বে যুদ্ধবিরতি প্রয়োজন। পাশাপাশি অঞ্চলটিকে পরমাণু অস্ত্রমুক্ত রাখতে সব রাষ্ট্রকে জাতিসংঘের নন-প্রোলিফারেশন অব নিউক্লিয়ার উইপন (এনপিটি) চুক্তিতে স্বাক্ষর করার আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, গত ১৩ জুন ভোর সাড়ে ৪টার দিকে ইরানে ইসরায়েলি বিমান হামলার মধ্য দিয়ে দুই দেশের মধ্যে সরাসরি সংঘাত শুরু হয়। এ পর্যন্ত দুই পক্ষের অন্তত ৩০০ জন নিহত এবং আরও প্রায় এক হাজার আহত হয়েছেন।

এ ধরনের সংঘাত শুরুর পর এই প্রথম একসঙ্গে এতগুলো মুসলিম দেশ থেকে যুদ্ধবিরতির আহ্বান এল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি