ইরানের পারমাণবিক স্থাপনায় ব্যাপক আকারে বাংকার বিধ্বংসী বোমা ফেলে যুক্তরাষ্ট্রের মিসৌরি বিমান ঘাঁটিতে ফিরে এসেছে বি-২ স্টেলথ বোমারু বিমান। খবর এপির
এপির সাংবাদিক রোববার (২২ জুন) বিকালে হোয়াইটম্যান বিমান ঘাঁটিতে সাতটি বি-২ স্টেলথ বোমারু বিমান ফিরে আসতে দেখেছেন। এই ঘাঁটিটি কানসাস শহর থেকে ১১৭ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। যুক্তরাষ্ট্র এই ঘাঁটি থেকে বি-২ বোমারু বিমানগুলো পরিচালনা করে।
এদিকে গতকাল রোববার সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে জানান, ইরান মিশনে অংশ নেওয়া বি-২ স্টেলথ বোমারু বিমানের পাইলটরা নিরাপদে যুক্তরাষ্ট্রে ফিরে এসেছেন।
ট্রাম্প আরও লিখেন, ‘দারুণ দক্ষ বি-২ পাইলটরা এখনই নিরাপদে মিসৌরিতে অবতরণ করেছেন। দারুণ কাজের জন্য ধন্যবাদ!’
ইরানে নজিরবিহীন এই মার্কিন অভিযানে সাতটি স্টেলথ বি-২ বোমারু বিমানসহ মোট ১২৫টি বিমান অংশ নেয়। এর মধ্যে ছিল বি-২, জ্বালানি ভরার ট্যাংকার বিমান, নজরদারি ও যুদ্ধবিমান।
গত শনিবার রাতে ইরানের ফরদো, নাতাঞ্জ ও ইসফাহান পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র।
অভিযানের পর ট্রাম্প জানান, খুব সফলতার সঙ্গে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বিমান। এর মধ্যে ফরদো ‘ধ্বংস’ হয়ে গেছে। ইরানকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, তেহরান যদি শান্তি প্রতিষ্ঠায় যুক্ত না হয়, তাহলে আরও হামলা চালানো হবে।
তবে ইরান দাবি করেছেন, মার্কিন হামলায় ফরদো পারমাণবিক স্থাপনার ‘মারাত্মক কোনো’ ক্ষয়ক্ষতি হয়নি। কারণ তারা স্থাপনাটি থেকে আগেই গুরুত্বপূর্ণ উপাদান সরিয়ে নেয়।