শনিবার,২৫শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ


কুবির আইসিটি সেলের ভারপ্রাপ্ত পরিচালক ড. মেহেদী হাসান


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৯.২০২৫


কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইসিটি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মেহেদী হাসানকে আইসিটি সেলের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়, কুবির তথ্যপ্রযুক্তি-সংশ্লিষ্ট কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ড. মেহেদী হাসানকে আইসিটি সেলের পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ দেওয়া হলো। এই পদটি তাঁর বর্তমান দায়িত্বের অতিরিক্ত হিসেবে গণ্য হবে এবং তিনি নিয়ম অনুযায়ী ভাতা পাবেন। আদেশ জারির সঙ্গে সঙ্গে এ নিয়োগ কার্যকর হবে।

রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, “অন্যান্য বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলগুলো অনেক শক্তিশালী ও সক্রিয়। তুলনামূলকভাবে আমাদের কার্যক্রম ততটা কার্যকর ছিল না। এজন্য আপাতত একজন শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছে, যাতে কাজের মান উন্নত হয়।”



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি