সোমবার,১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


কোন শর্তে ২০২৭ বিশ্বকাপে জায়গা পাবে বাংলাদেশ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.১০.২০২৫

কোন শর্তে ২০২৭ বিশ্বকাপে জায়গা পাবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ

টি-টোয়েন্টিতে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পারফরম্যান্স কিছুটা স্বস্তিদায়ক হলেও, ওয়ানডেতে চিত্র সম্পূর্ণ ভিন্ন। একসময় এই ফরম্যাটেই সবচেয়ে ধারাবাহিক দল ছিল টাইগাররা, কিন্তু বর্তমানে পরিস্থিতি ভয়াবহ। সর্বশেষ ১১ ওয়ানডের ১০টিতেই হেরেছে বাংলাদেশ, টানা চারটি সিরিজেও দেখা গেছে পরাজয়ের মুখ।

এই হতাশাজনক পারফরম্যান্সের প্রভাব পড়েছে আইসিসি র‌্যাঙ্কিংয়েও। বর্তমানে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের ১০ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ, যা গত ১৯ বছরের মধ্যে সবচেয়ে নিচের অবস্থান। ফলে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা নিয়েও দেখা দিয়েছে শঙ্কা।

দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিতব্য ওই বিশ্বকাপে সরাসরি খেলতে হলে ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত আইসিসি র‌্যাঙ্কিংয়ের শীর্ষ নয় দলের মধ্যে থাকতে হবে বাংলাদেশকে। তবে আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা যদি সেরা আটের বাইরে থাকে, তাহলে বাংলাদেশকে থাকতে হবে সেরা আটে।

আফগানিস্তান সিরিজের পর ২০২৭ সালের মার্চের মধ্যে বাংলাদেশ আরও আটটি ওয়ানডে সিরিজ খেলবে, প্রতিটিতে তিনটি করে ম্যাচ—মোট ২৪টি ওয়ানডে। আফগানিস্তান সিরিজ শেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে নতুন অভিযানে নামবে দলটি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আর কোনো ওয়ানডে সিরিজ নেই বাংলাদেশের। এরপর নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের করে সিরিজ খেলবে তারা। এর মধ্যে আগামী মার্চ-এপ্রিলে পাকিস্তান ও নিউজিল্যান্ড, জুনে অস্ট্রেলিয়া এবং সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে ঘরের মাঠে নামবে বাংলাদেশ। অন্যদিকে জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ হবে প্রতিপক্ষের মাটিতে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি