শেষ ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে বড় রদবদল
বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আজ চলছে মর্যাদার লড়াই। সিরিজের প্রথম দুটি ম্যাচ জিতে ইতোমধ্যেই ২–০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে আফগানিস্তান। তাই আজ আবু ধাবিতে অনুষ্ঠিত তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশের লক্ষ্য একটাই— হোয়াইটওয়াশের লজ্জা এড়ানো।
আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি আজও টসে ভাগ্যবান হয়েছেন। আগের দুই ম্যাচের মতোই টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সিরিজে হোয়াইটওয়াশ নিশ্চিত করতে এই ম্যাচেও জয়ই তাদের মূল লক্ষ্য।
অন্যদিকে, বাংলাদেশের একাদশে এসেছে বড় পরিবর্তন। চারটি পরিবর্তন নিয়ে নতুন চেহারায় মাঠে নামছে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দলটি। একাদশে ফিরেছেন মোহাম্মদ নাইম, শামীম হোসেন পাটোয়ারি, হাসান মাহমুদ ও তরুণ পেসার নাহিদ রানা। বাদ পড়েছেন তানজিদ হাসান তামিম, জাকের আলী, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশেও এসেছে দুই পরিবর্তন। চোটের কারণে দলের বাইরে গেছেন অভিজ্ঞ ব্যাটার রহমত শাহ। তার জায়গায় দলে এসেছেন ইকরাম আলি খিল। এছাড়া বোলিংয়ে বশির আহমেদের পরিবর্তে মাঠে নামছেন বিলাল সামি।
বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাইম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শামীম হোসেন পাটোয়ারি, রিশাদ হোসেন, নাহিদ রানা, তানভীর ইসলাম, হাসান মাহমুদ।
আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ অতল, ইকরাম আলি খিল, হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রশিদ খান, নানগেলিয়া খারোতে, এ এম গজনফর, বিলাল সামি।

























































