মঙ্গলবার,১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


মা ইলিশ সংরক্ষণে বিশেষ অভিযান, ১৯ জেলে আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.১০.২০২৫

মা ইলিশ সংরক্ষণে বিশেষ অভিযান, ১৯ জেলে আটক

মা ইলিশ সংরক্ষণে বিশেষ অভিযান, ১৯ জেলে আটক

ডেস্ক রিপোর্টঃ

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণে বিশেষ অভিযান পরিচালনা করেছে প্রশাসন। অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে ইলিশ ধরার অভিযোগে ১৯ জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১৪ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান। অভিযানে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ি, বাংলাদেশ কোস্টগার্ড এবং গোয়ালন্দ উপজেলা মৎস্য অধিদপ্তরের সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলটসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযানের সময় পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে অবৈধভাবে ইলিশ ধরার অভিযোগে জেলেদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১৪ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এ সময় প্রায় ১ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে জনসমক্ষে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া উদ্ধার করা ১৫ কেজি ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান বলেন, “মা ইলিশ সংরক্ষণে কোনো ধরনের শিথিলতা দেখানো হবে না। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অনুযায়ী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সারা দেশে ইলিশ ধরা, পরিবহন, মজুত, বাজারজাত ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি