শুক্রবার,৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ


সদর দক্ষিণে দিনের বেলায় ঘর ৩০ লক্ষ টাকার মালামাল চুরি


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.১০.২০২৫


সালাহ উদ্দিন সোহেলঃ

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার আলেকদিয়া গ্রামের মজুমদার বাড়ির ব্যাবসায়ী হাবিবুর রহমান মজুমদার (রতন কাজীর) বসতঘরে দিনের বেলায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

এ ঘটনায় কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওই ব্যবসায়ী।

অভিযোগের ভিত্তিতে জানা যায়,গত ১৪ অক্টোবর মঙ্গলবার বেলা ১১ টার দিকে হাবিবুর রহমান মজুমদার (রতন কাজী) ও তার পরিবার ব্যাক্তিগত কাজে বাজারে যায়।বাজারের প্রযোজনীয় কাজ শেষে দুপুর ২টার দিকে বাড়িতে এসে দেখেন তার ঘরের আসবাবপত্র এলোমেলো অবস্থায় রয়েছে। এসময় চোর চক্র ঘরের আলমারী ভেঙে নগদ ৫ লক্ষ টাকা ১১ ভরি স্বর্ণালংকারসহ সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্কসহ প্রায় ৩০ লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

সদর দক্ষিণ মডেল থানায় জানানো হলে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

চুরির এ ঘটনায় হাবিবুর রহমান মজুমদার( রতন কাজী) বাদী হয়ে ১৬ অক্টোবর বৃহস্পতিবার সদর দক্ষিণ মডেল থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি অভিযোগ দায়ের করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি