আন্তর্জাতিক ডেস্কঃ
জাল নথিপত্র ব্যবহার করে গত ৩০ বছর ধরে ভারতে বসবাস করছিলেন এক বাংলাদেশি রূপান্তরকামী। মানবপাচারের অভিযোগে গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) মুম্বাই থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের নাম বাবু আয়ান খান ওরফে জ্যোতি, যিনি মুম্বাইয়ের ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের মধ্যে ‘গুরু মাতা’ নামে পরিচিত।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে, জ্যোতি গত তিন দশক ধরে মুম্বাইয়ে বসবাস করছেন এবং স্থানীয় ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের মধ্যে আধ্যাত্মিক নেত্রী হিসেবে নিজের ভাবমূর্তি গড়ে তুলেছিলেন। তার প্রভাবে বলিউড নগরীর বিভিন্ন এলাকায় প্রায় ৩০০ জন অনুগামী রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের তদন্তে জানা গেছে, নিজেকে ভারতীয় নাগরিক পরিচয় দিতে জ্যোতি জাল জন্মসনদ, আধার কার্ড এবং প্যান কার্ড তৈরি করেছিলেন। সম্প্রতি নথিগুলোর সত্যতা যাচাই করতে গিয়ে সেগুলো জাল প্রমাণিত হয়, এরপরই তাকে গ্রেফতার করা হয়।
তদন্তে আরও জানা গেছে, ‘গুরু মাতা’ বাংলাদেশ থেকে অন্তত ২০০ জনের বেশি নাগরিককে ভারতে পাচার করেছেন। তাদের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করানো হতো। প্রথমে কলকাতায় রেখে তাদের ভুয়া জন্মসনদ ও স্কুল ছাড়ার সনদ তৈরি করা হতো। পরে তাদের মুম্বাইয়ে আনা হতো এবং শিবাজি নগর এলাকায় রাখা হতো। প্রতি ঘরে তিন থেকে চারজন করে বাংলাদেশি থাকতেন এবং তারা মাসে ৫ থেকে ১০ হাজার টাকা ভাড়া দিতেন ‘গুরু মাতাকে’।
সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো—এই বাংলাদেশিদের অনেককেই পতিতাবৃত্তিতে বাধ্য করা হতো।
এছাড়া, মুম্বাই পুলিশ জানিয়েছে, জ্যোতি মহারাষ্ট্র হাউজিং অ্যান্ড এরিয়া ডেভেলপমেন্ট অথরিটি (MHADA)-এর অধীন নিবন্ধিত ২০০টিরও বেশি ফ্ল্যাট অবৈধভাবে দখল করেছিলেন। পরে সেগুলো ভাড়া দিয়ে তিনি লক্ষ লক্ষ টাকা আয় করতেন।























































