ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পারিবারিক কলহের জেরে পারুল বেগম (৬০) নামে এক নারীকে নির্মমভাবে হাতুড়িপেটা করে হত্যার অভিযোগ উঠেছে তার পুত্রবধূ লিলি আক্তার (৩০)-এর বিরুদ্ধে। রোববার সন্ধ্যায় উপজেলার আসাদনগর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পারুল বেগম ওই এলাকার আব্দুল ওয়াহিদ মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত পারুল বেগমের একমাত্র ছেলে বিল্লাল প্রবাসে থাকেন। বিল্লাল প্রবাসে যাওয়ার পর বাড়িতে তার বাবা-মা ও স্ত্রী লিলি আক্তার তিন সন্তানসহ বসবাস করে আসছিলেন। পারিবারিক বিষয় নিয়ে শাশুড়ি ও পুত্রবধূর মধ্যে প্রায়ই কলহ লেগে থাকত।
বাঞ্ছারামপুর মডেল থানার ওসি হাসান জামিল খান বলেন, রোববার (১৯ অক্টোবর) সকালে পারুল বেগমের স্বামী আব্দুল ওয়াহিদ চিকিৎসার জন্য কুমিল্লায় যান। সন্ধ্যায় বাড়িতে শাশুড়ি ও পুত্রবধূর মধ্যে তুমুল ঝগড়া বাঁধে। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে লিলি আক্তার ঘরে থাকা হাতুড়ি দিয়ে শাশুড়ির মাথায় এলোপাতাড়ি আঘাত করে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান পারুল বেগম।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় এবং পুত্রবধূ লিলি আক্তারকে আটক করে।
ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে লিলি আক্তার হত্যার বিষয়টি স্বীকার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।























































