নির্বাচন পেছাতে অপচেষ্টা চালাচ্ছে কয়েকটি দল: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিছু রাজনৈতিক দল নির্বাচন যেন পেছানো যায়—সে চেষ্টা করছে, অথচ দেশের বর্তমান পরিস্থিতিতে একটি নির্বাচিত সরকার গঠন অত্যন্ত জরুরি।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ‘মহাকালের মহানায়ক শহীদ জিয়া’ শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, “সংস্কারের মধ্য দিয়েই বিএনপির জন্ম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। দেশের যা কিছু ভালো, তার সূচনা বিএনপির হাত ধরেই হয়েছে। কিন্তু এমনভাবে প্রচার করা হয় যেন বিএনপি-ই দেশের সব সমস্যার কারণ।”
তিনি আরও বলেন, “দেশকে এগিয়ে নিতে এখন একটি নির্বাচিত সরকার প্রয়োজন। অথচ কিছু রাজনৈতিক দল নানা অজুহাতে নির্বাচন বিলম্বিত করতে চাইছে।”
রাজনীতি, অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থায় নতুনভাবে সংস্কার আনতে দ্রুত নির্বাচনের আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, “দেশের বর্তমান বাস্তবতায় দ্রুত রাজনৈতিক সরকারের প্রয়োজন।”
সংস্কারমূলক কিছু উদ্যোগ গ্রহণ করায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “সংস্কারের ধারক ও বাহক হলো বিএনপি।”
যারা বিএনপিকে নেতিবাচকভাবে উপস্থাপন করার চেষ্টা করছে তাদের উদ্দেশ্যে তিনি বলেন, “অনেকে বলেন বিএনপি সংস্কার চায় না—এটা সম্পূর্ণ মিথ্যা। দেশের উন্নয়ন, গণতন্ত্র, বহুদলীয় রাজনীতি—সবকিছুর সূচনা জিয়াউর রহমানের হাতেই হয়েছে।”
মির্জা ফখরুল বলেন, “জিয়াউর রহমানের মানুষের হৃদয় জয় করার অসাধারণ ক্ষমতা ছিল। জাতি গঠনে তিনি অবিস্মরণীয় ভূমিকা রেখেছেন। কিন্তু আওয়ামী লীগ তার নাম মুছে ফেলার চেষ্টা করেছে। ক্ষণজন্মা মানুষদের ইতিহাস থেকে মুছে ফেলা যায় না—জিয়াউর রহমানকে ইতিহাস আপন করে নিয়েছে। তারেক রহমানও তার দেখানো পথে এগিয়ে যাচ্ছেন।”
তিনি আরও বলেন, “জিয়াউর রহমান যদি ১৯৭১ সালে শহীদ হতেন, বাংলাদেশ আজ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতো; লিবিয়া বা আফগানিস্তানের মতো অবস্থায় পৌঁছাত।”























































