সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড উপকূলে ঘূর্ণিঝড় ডেবি আঘাত হেনেছে


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

অস্ট্রেলিয়ার উত্তরপূর্বে কুইন্সল্যান্ড উপকূলে ঘূর্ণিঝড় ডেবি আঘাত হেনেছে। ঘন্টায় ২৬৫ কিলোমিটার বেগে বাতাস বইছে, সেই সঙ্গে ভারি বৃষ্টিপাত। প্রায় ২৫ হাজার লোককে নিরাপদ আশ্রয় চলে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার স্থানীয় সময় বেলা দুইটার দিকে ঘূর্ণিঝড়টি মূল ভূখন্ডে আঘাত হানতে পারে। প্রচন্ড ঝড় বন্যার আশঙ্কা করা হচ্ছে। ইতোমধ্যেই ঘূর্ণিঝড়টি কুইন্সল্যান্ড উপকূলের আশেপাশের এলাকায় ধ্বংসাযজ্ঞ চালিয়েছে বলে সিএনএনকে জানিয়েছে কুইন্সল্যান্ড পুলিশ কমিশনার আইয়ান স্টিওয়াট।

ঘূর্ণিঝড়ের সঙ্গে প্রবল বৃষ্টির কারণে বন্যার আশঙ্কা করা হচ্ছে। ঝড়ের সঙ্গে এক ঘন্টায় বৃষ্টির অনুপাত ২১১ মিলিমিটার বৃষ্টি হয়েছে যা শত বছরের মধ্যে একবার ঘটে বলে জানান কুইন্সল্যান্ডের প্রধানমন্ত্রী আনাসটাসিয়া পালাসজুক।
এটি ২০১১ সালে আঘাত হানা ঘূর্ণিঝড় ইয়সি’র মত ভয়াবহ হতে পারে বলে তিনি আশঙ্কাকা করা হচ্ছে।

পূর্বাশানিউজ/২৮-মার্চ ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি