বৃহস্পতিবার,৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


উত্তরপ্রদেশে মোদিকে ট্রাম্পের অভিনন্দন দলীয় প্রার্থীর জয়ের জন্য


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোনে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ভারতের সবচেয়ে জনপ্রিয় রাজ্য উত্তরপ্রদেশে মোদির দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)’র জয়ের জন্য মোদিকে ফোন করে অভিনন্দন জানান ট্রাম্প। হোয়াইট হাউসের মুখপাত্র শন স্পাইসার এ কথা জানিয়েছেন।

শন স্পাইসার বলেন, সাম্প্রতিক নির্বাচনে জয়ের জন্য ট্রাম্প ফোন করে ভারতের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তিনি জার্মান চ্যান্সেলর এঞ্জেলা মেরকেলকে নির্বাচনে চতুর্থবারের মতো প্রার্থী হওয়ার জন্য তাকেও অভিনন্দন জানান ট্রাম্প।

স্পাইসার আরো জানায়, ট্রাম্প মোদিকে বলেছেন, আমেরিকা ভারতকে তাদের সত্যিকারের বন্ধু বলে মনে করে। যাবতীয় আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলা করায় ভারতকে পাশে পাওয়ার আশা করেন ট্রাম্প। পরস্পরকে তাঁরা নিজের নিজের দেশে আমন্ত্রণও জানিয়েছেন।

প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর ২৪ জানুয়ারি ফোনালাপ করেন মোদি-ট্রাম্প। তখন আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলতে সম্মত হয়েছেন দুই নেতা।

পূর্বাশানিউজ/২৮-মার্চ ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি