শনিবার,৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » ফ্যানের দিকে তাকিয়ে জোরে শেখ হাসিনা, শেখ হাসিনা বলতে থাকো না হয় আল্লাহর কাছে দায়ী থেকে যাবেন


ফ্যানের দিকে তাকিয়ে জোরে শেখ হাসিনা, শেখ হাসিনা বলতে থাকো না হয় আল্লাহর কাছে দায়ী থেকে যাবেন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৯.২০২২

ডেস্ক রিপোর্টঃ

বিএনপির উদ্দেশ্যে খাদ্যমন্ত্রী মন্ত্রী বলেন, ‘তোমাদের ঘরে তো শেখ হাসিনা বিদ্যুৎ দিয়েছে। এখন ঘরের ফ্যানের দিকে তাকিয়ে জোরে জোরে শেখ হাসিনা, শেখ হাসিনা বলতে থাকো। এ ছাড়া আল্লাহর কাছে দায়ী থেকে যাবেন। যদি সাহস থাকে শান্তিপূর্ণ রাজনীতিতে আসুন। কি নিয়ে মাঠে লড়বেন। নিজেদের মধ্যে দ্বন্দ্বের শেষ হয় নাই। ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী কে হবেন সেটিও ঠিক নাই।’

আজ শুক্রবার দুপুরে নওগাঁর নিয়ামতপুরে জেলা পরিষদ অডিটোরিয়াম মিলনায়তনে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এসব কথা বলেন। বিএনপিকে উদ্দেশ্যে তিনি বলেন, ‘যদি লাঠি নিয়ে রাজনীতি করতে আসেন তাহলে আমাদের স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, যুবলীগ সমুচিত জবাব দেবে।’

তত্ত্বাবধায়ক সরকার ও ইভিএমের ব্যবহার নিয়ে মন্ত্রী বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার জীবনেও আসবে না শেখ হাসিনা প্রধানমন্ত্রী থেকেই আগামী নির্বাচন হবে। ২০২৪ সালের জানুয়ারিতেই নির্বাচন হবে। না খেলে নয়, আমরা ভালো খেলে গোল দিতে চাই। আগামী নির্বাচন ইভিএময়ে হবে নাকি ব্যালটে হবে তা ঠিক করবে নির্বাচন কমিশনার। আমরা সবকিছুতেই প্রস্তুত আছি। দেশের মানুষ আর ঘোলা পানিতে মাছ শিকার করতে দেবে না।’

দেশের উন্নয়ন নিয়ে সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘রাস্তাঘাট, স্কুল-কলেজের অবকাঠামো, ব্রিজ, কালভার্ট নির্মাণসহ সারা দেশের সুষম উন্নয়ন হয়েছে। বছরের প্রথম দিনে কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হচ্ছে। ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যা অন্য কোনো সরকারের আমলে ছিল না।’

সম্মেলনে আগামী নির্বাচন সামনে রেখে নেতা কর্মীদের সাংগঠনিক কাঠামো শক্তিশালী ও সুসংগঠিত করার আহ্বান জানান মন্ত্রী। সম্মেলনে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল, নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক সুমনসহ উপজেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এর আগে ২০২২-২৩ অর্থবছরের আওতায় উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে আশ্রয় প্রকল্প ও উপজেলা চত্বর পুকুরে ৩৩৫ কেজি মাছের পোনা অবমুক্ত করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি