ডেস্ক রিপোর্ট :
ভারতের দক্ষিণ পূর্ব দিল্লির কালকাজি এলাকায় ‘ঘুমাচ্ছে ভেবে’ মৃত স্ত্রীর সঙ্গে বাস করছিলেন ৯০ বছরের এক বৃদ্ধ। সোমবার স্থানীয় পুলিশ ওই মৃতদেহ উদ্ধার করে। গোবিন্দ রাম নামের ওই বৃদ্ধের প্রতিবেশীরা পুলিশকে খবর দিলে ঘটনাটি প্রকাশ্যে আসে।
পুলিশের দাবি, গোবিন্দ ‘মানসিকভাবে অসুস্থ’। সে কারণে ৮৫ বছর বয়স্ক স্ত্রী মারা গেলেও টের পাননি তিনি। উল্টো বউ ঘুমাচ্ছেন ভেবে নিজের এক রুমের ফ্ল্যাটে প্রতিবেশীদের প্রবেশ করতে দেননি। তবে খুব বেশি দিন একই ছাদের নীচে কাটাতে পারেননি গোবিন্দ। চার দিন পরই বিষয়টির টের পান তার পড়শিরা।
প্রতিবেশীদের কাছ থেকে ঘটনা জেনে তদন্ত করতে পুলিশ গোবিন্দর বাড়ি পৌঁছলে, গোবিন্দ তাদের বলেন, ‘আস্তে আস্তে কথা বলুন! আমার স্ত্রী ঘুমোচ্ছে।’
প্রতিবেশী জানান, নিঃসন্তান গোবিন্দ মানসিক অবসাদে ভুগতেন। আর অবসাদগ্রস্ত হওয়ার কারণেই স্ত্রীর মৃত্যু মেনে নিতে পারেননি। পুলিশ এসে গোপীর দেহ উদ্ধার করার পর থেকেই কথা বলা বন্ধ করে দেন গোবিন্দ। চিকিৎসার জন্য তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্বামী-স্ত্রী ৪২ বছরের পুরনো বাড়িটিতে থাকতেন। বাড়ির কোনো দরজা জানালাও তারা খোলা রাখতেন না। গোবিন্দকে মাঝেমধ্যে পথেঘাটে দেখা গলেও গোপীকে তেমন একটা দেখতেন না প্রতিবেশীরা।