শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


ময়নামতি ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতালে ৬’শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.১১.২০১৪

আবু মুছা
কুমিল্লা ক্যান্টনমেন্ট সেনাবাহিনী কর্তৃক পরিচালিত ময়নামতি ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতালে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। দিনব্যাপি কার্যক্রমে বিভিন্ন রোগে আক্রান্ত ৫৮১ জন রোগীকে বিনামূল্যে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়। গতকাল শুক্রবার সকালে হাসপাতাল পরিচালনা পর্ষদের প্রধান নির্বাহী কর্মকর্তা লে. কর্নেল এফ এম শামীম আহাম্মদ এমপিএইচ,এফসিজিপি এ চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় প্রশাসনিক কর্মকর্তা মো. আফজল বারী সহ অন্যান্যেরা উপস্থিত ছিলেন।
হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা লে. কর্নেল এফ এম শামীম আহাম্মদ এমপিএইচ,এফসিজিপি জানান, চিকিৎসা সেবার পাশাপাশি মানবসেবায় কাজ করে যাচ্ছে ময়নামতি ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতাল। ২০০৮ সালে প্রতিষ্ঠিত এ ৫০ শয্যার হাসপাতালে প্রতি ৩ মাস অন্তর গরীব-দু:স্থ রোগীদের এবং মহাসড়কসহ বিভিন্ন স্থানে দুর্ঘটনায় আহতদের সার্বক্ষক্ষিণ বিনা বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। পদাধিকার বলে হাসপাতালের সভাপতির দায়িত্ব পালন করছেন স্টেশন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ আহমেদ আলী ।
গতকাল ২১ নবেম্বর শুক্রবার সকালে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন সিএমএইচ’র অধ্যাপক বিগ্রেঃ জেনারেল অধ্যাপক ডা.মো.রহিমগীর, কর্নেল ডা. মো. আবদুর রাজ্জাক (প্রেসিডেন্ট পদকপ্রাপ্ত), কর্নেল ডা. ফারুক আহমেদ ভূঁইয়া, কর্ণেল ডা. এম কামরুল হাসান, কর্ণেল ডা. মুহাম্মদ শফিকুল আলম, লে.কর্ণেল সেলিনা আক্তার, লে.কর্নেল ডা.আবদুর রউফ, লে.কর্ণেল ডা.এটিএম রেজাউল করিম, লে.কর্নেল ডা.আজিজুন নেসা, লে.কর্নেল ডা.জহির সাদিক, ডা.অনুপ মোস্তফা, ডা.শায়েস্তা পারভীন, ডা.মো.জাহাঙ্গীর আলম, ডা.মো.এনামুল হক সহ বিশেষজ্ঞ চিকিৎসকগণ। দিনব্যাপী কার্যক্রমে ৩১ জন মুক্তিযোদ্ধা ও ৫ জন শহীদ পরিবারের সদস্যকে বিনামূল্যে ঔষধ পত্র ও পরীক্ষা-নিরীক্ষা সহ মোট ৫৮১ জন রোগীকে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয় ।
হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মো. আফজল বারী জানান, হাসপাতালটিতে সাধারণ শয্যার পাশাপাশি বিভিন্ন মানের ৯টি এসি/ননএসি কেবিন রয়েছে। এছাড়া জরুরী বিভাগ ২৪ ঘন্টা খোলা থাকে এবং সার্বক্ষণিক যে কোন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। হাসপাতালে বর্তমানে মেডিসিন, জেনারেল সার্জারী, কম্পিউটারাইজ্ড প্যাথলজি, ডিজিটাল এক্স-রে এবং ৪টি কালার ডপলার আলট্রাসনোগ্রাফি, স্ত্রী রোগ ও ধাত্রী বিদ্যা, মানষিক রোগ চিকিৎসা, শিশু স্বাস্থ্য, নেবুলাইজার সুবিধা, সেক্স থেরাপি, অর্থোপেডিকস্ সার্জারী, কম্পিউটারাইজ্ড ভিডিও ডেন্টাল বিভাগ, চক্ষু, নাক, কান ও গলাচর্ম ও যৌন, ইসিজি, ভিডিও এন্ডোসকপি, স্বল্পমূল্যে সার্বক্ষণিক ফার্মেসি ও ফিজিওথেরাপির ব্যবস্থা রয়েছে। ।Comilla (Mainamati Cantt. Gen Hospital) News, dt  PIC



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি