বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


‘মা’কে ঘিরে যত সাহিত্য


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

শুধুমাত্র মাকে কেন্দ্র করে বই লিখেছন এরকম বইয়ের সংখ্যা হাতে গোনা যায়। বাঙালি পড়ুয়াদের জিজ্ঞাসা করলে তাঁরা বলবে মানিক বন্দোপাধ্যয়ের ‘জননী’ পড়েছি তো। অবশ্য বাংলাদেশি কথা সাহিত্যিক আনিসুল হকও তার লেখা মা উপন্যাসটি লিখে দেশে হৈচৈ ফেলে দিয়েছিলেন। সাহিত্য অঙ্গনের একটু বেশি খোঁজ খবর রাখেন তেমন ব্যক্তির কাছে মা বিষয়ক উপন্যাসের নাম জানতে চাইলে ম্যাক্সিম গোর্কির ‘মা’  উপন্যাসটি ছাড়া তেমন কোনো উপন্যাসের হদিস মেলে না। এটা খুবই দুঃখজনক যে- যার উদরে জন্মালাম, তাঁকে কেন্দ্র করে লেখা বইয়ের সংখ্যা যে কোনো ভাষাভাষীর মধ্যেই কম। তবে যারা মাকে নিয়ে লেখা উপন্যাস বাঁ গল্প পড়তে চান, তাঁরা নিচের বইগুলো সংগ্রহ করে পড়তে পারেন।

লা মাদ্রে লিখেছেন ইতালিয় লেখক গ্রেজিয়া দেলেদ্দা। তিনি এ উপন্যাস লিখে ১৯২৬ সালে নোবেল পুরস্কার পেয়েছেন।

দ্য অ্যাডভেঞ্চার অফ মাইটি মম বইটি লিখছেন গোয়েন্ডোলেন মিচেল ডায়াজ। এ বইটি মায়েদের বেশ অনুপ্রাণিত করেছে। এতে সন্তানের প্রতি মায়ের গভীর নিষ্ঠা ও ভালোবাসার কথা বর্ণনা করা হয়েছে।

মাদার্স আর লাইক দ্যাট বইটি লিখেছেন ক্যারল ক্যারিক। বইটিতে উঠে এসেছে বৈচিত্র্যময় মায়ের কথা। মা ও সন্তানের মধ্যে বিশেষ কিছু সম্পর্কের কথা নিয়ে বইটি রচিত। একজন মা কীভাবে তার সন্তানকে বিশ্ব জগতের নানা ধরনের বিপদের হাত থেকে রক্ষা করে- সেটি উপলব্ধি করা যাবে এ বইটির মাধ্যমে।

লাভ লেসন ফ্রম মাই মম বইটি লিখেছেন কেলি কোর্বেট। মায়ের কাছ থেকে শেখা ভালোবাসার উপর ভিত্তি করে রচিত এ বইটি মায়েদের জন্য একটি ভালো উপহার হতে পারে।

আল দ্যাট মেটারস বইটির রচয়িতা জেনিস হোগান। বইটিতে মানুষের জীবনের কিছু গুরুত্বপূর্ণ সময়ের কথা উল্লেখিত রয়েছে। মায়ের আশ্রয়ে থাকার সময়টি মানুষের জন্য অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ সময়।

আই লাভ মাই মাদার বিকজ লিখেছেন ‘লোরাল পোরটার গাইলর্ড

জননী বইটি লিখেছেন রিংকি ভট্টাচার্য। তিনি তার এ বইতে মাতৃত্বকে পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করেছেন। শুধু মায়েদের জন্যই নয়, পিতা ও সন্তানদের জন্যও বইটি বেশ উপযোগী।

মাদার ইন্ডিয়া বইটি লিখেছেন গায়ত্রী চ্যাটার্জি। এটি মায়েদের কেন্দ্র করে লেখা অনেক স্পর্শকাতর ও ট্র্যাজিডি সমৃদ্ধ একটি বই।

মা লিখছেন বাংলাদেশি লেখক আনিসুল হক। বাংলাদেশের মুক্তিযুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা শহীদ আজাদ ও তাঁর মায়ের জীবনের সত্য ঘটনা নিয়ে রচিত এই উপন্যাসটি ব্যাপকভাবে প্রশংসিত হয় এবং প্রচুর পাঠকপ্রিয়তা পায়।

হাজার চুরাশির মা লিখেছেন মহাশ্বেতা দেবী। বইটি ৭০ দশকের নকশাল বাড়ি আন্দোলনের সশস্ত্র বিপ্লবের পটভূমিতে লেখা।

০৩ মে, ২০১৭ ইং/ রুমকী।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি