শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


লা লিগায় মেসির ১৬ বছর


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.১০.২০১৮


ডেস্ক রিপোর্ট:স্প্যানিশ লা লিগায় ১৪ বছর সময় পার করলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। সেভিয়ার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে অনুশীলন করছেন আর্জেন্টাইন সুপারস্টার। সেই অনুশীলন মাঠেই গতকাল মঙ্গলবার লা লিগায় ১৪ বছর সময় কাটানোর রেকর্ডটি উদযাপন করেন।

মেসি ২০০৪ সালের ১৬ অক্টোবর লা লিগায় সিনিয়র ক্যারিয়ার শুরু করেন। বার্সেলোনা বি টিমের হয়ে মৌসুম শুরু করলেও সতীর্থদের অনুরোধে সেদিন তাকে সিনিয়র টিমে নেয়া হয়। এস্পানিওলের বিপক্ষে ৮১তম মিনিটে নামানো হয় সময়ের এই সেরা ফুটবলারকে।

এই মাইলফলক ছূঁয়ার দিনে ইভান রকিটিক ও জেরার্ড পিকের সঙ্গে বেশ হাস্যোজ্জল ছিলেন মেসি। লিগ টেবিলে এবার সেভিয়া শীর্ষে রয়েছে। আর বার্সা রয়েছে দ্বিতীয় স্থানে।

বিশ্বকাপের পর দ্বিতীয়বারের মতো জাতীয় দলের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয় মেসিকে। অন্যদের বিরতির সময়ে তাই পরিবারকে নিয়ে সময় কাটান তিনি। গত সোমবার ইনস্টাগ্রামে পরিবারের সদস্যদের সঙ্গে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন তিনি।

জর্ডানের বিপক্ষে প্রীতি ম্যাচে ২-১ গোলে জয়ের পর সোমবারই ন্যু ক্যাম্পে ফিরেছেন ক্রোয়েট ফুটবলার রকিটিক। অপরদিকে কাতালানরা ১৫ সেপ্টম্বরের পর টানা চার ম্যাচ জয়বঞ্চিত রয়েছে। এ অবস্থায় বার্সার চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে সেভিয়া শীর্স্থাস্থান দখল করেছে।

এ অবস্থায় আগামী শনিবার লা লিগায় সেভিয়ার মুখোমুখি হবে বার্সা। এরপর আগামী ২৫ অক্টোবর চ্যাম্পিয়ন্স লিগে ন্যু ক্যাম্পে ইন্টার মিলানকে আতিথ্য দেবে বার্সা। আর ২৮ অক্টোবর এল ক্লাসিকো ম্যাচে এই ন্যু ক্যাম্পেই রিয়াল মাদ্রিদকে আতিথ্য দেবে আর্নেস্তো ভালভারদের শিষ্যরা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি