মঙ্গলবার,৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » চতুর্থ পাকিস্তানি হিসেবে ফখর জামানের অনন্য রেকর্ড


চতুর্থ পাকিস্তানি হিসেবে ফখর জামানের অনন্য রেকর্ড


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.১০.২০১৮

ডেস্ক রিপোর্ট: অভিষেকটা যেন স্বপ্নের মতোই হচ্ছে পাকিস্তানি ওপেনার ফখর জামানের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আবু ধাবি টেস্টে পাকিস্তানের হয়ে সাদা জার্সিতে নেমেই নিজের উইলো বাজি দেখিয়ে চলেছেন ফখর। চলতি আবু ধাবি টেস্টের প্রথম ইনিংসে ৯৪ রানে ফিরে গিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসেও পেয়েছেন অর্ধশতকের দেখা।

আর এই ইনিংসের পরই চতুর্থ পাকিস্তানি হিসেবে রেকর্ডবুকে নাম লিখিয়েছেন। অভিষেক টেস্টের টানা দুই ইনিংসেই ফিফটি পাওয়া চতুর্থ পাকিস্তানি তিনি। অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে দিয়ে ১৩৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে পাকিস্তান। ক্রিজে নেমে হাফিজ ফিরে গেলেও অর্ধশত রান করেই ফেরেন ফখর। আগের ইনিংসে ৯৪ করা ফখর এদিন ৬৬ রানে ফিরে যান।

ফখরের আগে পাকিস্তানের হয়ে অভিষেক টেস্টের দুই ইনিংসেই অর্ধশতকের দেখা পেয়েছেন তিনজন ক্রিকেটার। আজহার মাহমুদ, ইয়াসির হামিদ এবং ওমর আকমল।

এর মধ্যে আজহার মাহমুদেরটা আবার আরেক রেকর্ডের খাতায় উঠেছে। তিনি টানা দুই ইনিংসেই অপরাজিত ছিলেন। ১৯৯৭ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ১২৮ রানে এবং দ্বিতীয় ইনিংসে ৫০ রানে অপরাজিত থাকেন।

ইয়াসির হামিদ তো গড়ে রেখেছেন অনন্য কীর্তি। অভিসেক টেস্টের টানা দুই ইনিংসেই শতকের দেখা পেয়েছিলেন। ২০০৩ সালে করাচিতে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে ১৭০ এবং দ্বিতীয় ইনিংসে ১০৫ রান করেন।

ওমর আকমল শুরুতে নিজের ঝলক দেখালেও বর্তমানে দলে তার দেথা পাওয়ায় ভার। নিউজিল্যান্ডের মাটিতে ডুনেডিন টেস্টে অভিষেক টেস্টে প্রথম ইনিংসে শতকের (১২৯) পর দ্বিতীয় ইনিংসে ফিফটি (৭৫) করেন। আর চতুর্থ পাকিস্তানি হিসেবে সেই রেকর্ডবুকে আজ নাম লিখিয়েছেন চ্যাম্পিয়নস ট্রফি জয়ের নায়ক ফখর জামান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি