শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


পান্টকে বিশ্বকাপ স্কোয়াডে না দেখে অবাক পন্টিং


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৪.২০১৯

ডেস্ক রিপোর্ট :

বিশ্বকাপকে সামনে রেখে ভারতের ঘোষিত স্কোয়াডে রিশভ পান্টের অনুপস্থিতি নিয়ে ক্রিকেট বিশ্বে সমালোচনার জুড়ি নেই। এ নিয়ে বিস্ময় প্রকাশ করছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংও। তার মতে তিন থেকে চারটি বিশ্বকাপ খেলতে পারেন পান্ট।

এই তরুণ ব্যাটসম্যান দলে জায়গা না পাওয়ায় কিছুটা বিস্মিত হলেও বাস্তবতা মেনে পন্টিং বলেন, ‘একটা বিষয় তাকে এবং আমাদের সবাইকেও মনে রাখতে হবে যে, সে এখনো অনেক তরুণ। তার ক্যারিয়ার শেষ হওয়ার আগে হয়তো সে সুযোগ পাবে আরো তিন থেকে চারটি বিশ্বকাপ খেলার।’

পান্টকে দলে না দেখে পন্টিংয়ের প্রতিক্রিয়া, ‘যখন দেখলাম সে স্কোয়াডে নেই তখন আমি অবাক হয়েছিলাম। আমি ভেবেছিলাম সে স্কোয়াডে থাকবে এবং প্রথম থেকেই সেরা একাদশে খেলবে। আমি মনে করি, পান্টের মতো একজন ৪ বা ৫ নং পজিশনে ব্যাটিং করলে সেটা অন্যান্য দলের সাথে ভারতের বড় পার্থক্য গড়ে দিতে পারতো।’

আগামী মাসের ২৩ তারিখ পর্যন্ত স্কোয়াডে পরিবর্তন আনা যাবে। যে জন্য পান্টকে হতাশ না হয়ে খেলা চালিয়ে যেতে বলছেন দু’বার বিশ্বকাপজয়ী পন্টিং।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি