মঙ্গলবার,৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » বিশ্বকাপে টেন্ডুলকারের যে রেকর্ড ভাঙ্গা অসম্ভব


বিশ্বকাপে টেন্ডুলকারের যে রেকর্ড ভাঙ্গা অসম্ভব


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৪.২০১৯

ডেস্ক রিপোর্ট :

ক্রিকেট জগতের ‘লিটল মাস্টার’ খ্যাত ভারতের জাতীয় দলের সাবেক অধিনায়ক শচিন টেন্ডুলকার খেলোয়াড়ি জীবনে এমন কিছু রেকর্ড গড়ে গেছেন যা ভাঙ্গা খুবই দুঃস্কর। প্রায় সিকি শতাব্দির বর্ণাঢ্য ক্যারিয়ারে এই ‘লিটল মাস্টার’ ভারতের হয়ে ছয়টি বিশ্বকাপে অংশ নিয়েছেন। মাত্র ১৯ বছর বয়সে ১৯৯২ বিশ্বকাপে প্রথমবার অংশ নেয়া টেন্ডুলকার প্রায় দুই দশক পর ২০১১ ওয়ানডে বিশ্বকাপে আন্তর্জাতিক ক্রিকেটকে বিধায় জানান।

তার আগে বিশ্বকাপে এমন রেকর্ড গড়ে গেছেন যেই গুলো টপকাতে কতটা বিশ্বকাপ লাগবে সেটিও ভাবার বিষয়। দেখে নেওয়া যাক টেন্ডুলকারের বিশ্বকাপে কিছু রেকর্ডৃ

১. বিশ্বকাপে সবচেয়ে বেশি বাউন্ডারি
বিশ্বকাপে দুই শ’র বেশি বাউন্ডারি মারা একমাত্র ব্যাটসম্যান টেন্ডুলকার। বিশ্বকাপে ৪৫ ম্যাচে এ মাস্টার ব্লাস্টার মোট ২৪১টি বাউন্ডারি হাঁকিয়েছেন। টেন্ডুলকারের পরে দ্বিতীয় সর্বোচ্চ ৯৬ বাউন্ডারি আছে অস্ট্রেলিয়ার রিকি পন্টিংয়ের। বর্তমান খেলোয়াড়দের মধ্যে এমনকি কেউ এখন পর্যন্ত ৯০ বাউন্ডারিও হাঁকাতে পারেননি।

২. বিশ্বকাপে সবচেয়ে বেশি রান
বিশ্বকাপে দুই হাজারের বেশি রান করা একমাত্র খেলোয়াড় টেন্ডুলকার। ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় এ টুর্নামেন্টে ৪৫ ম্যাচে ৫৬ দশমিক ৯৫ গড়ে ছয় সেঞ্চুরি ও ১৫ হাফ সেঞ্চুরিতে তার মোট রান ২,২৭৮। তার সময়ের সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী পন্টিংয়ের রান ৫৩৫। বর্তমান খেলোয়াড়দের মধ্যে ক্রিস গেইল করেছেন মাত্র ৯৪৪। যা টেন্ডুলকারের ধারে-কাছেও না।

৩. বিশ্বকাপে সবচেয়ে বেশি পঞ্চাশোর্ধ ইনিংস
বিশ্বকাপ মঞ্চে ২১ বার ৫০ এর বেশি রান করেছেন টেন্ডুলকার। ১৫টি হাফ সেঞ্চুরি এবং ৬টি সেঞ্চুরিতে ক্রিকেট বিশ্বকাপে তার পঞ্চাশোর্ধ ইনিংস সংখ্যা ২১ টি। বিশ্বকাপে মাত্র ১২টি পঞ্চাশোর্ধ ইনিংস রয়েছে শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারার। বর্তমান খেলোয়াড়দের মধ্যে বিশ্বকাপে পঞ্চাশোর্ধ ইনিংস রয়েছে মাত্র ছয়টি।

৪. বিশ্বকাপে সবচেয়ে বেশি ইনিংস
ক্যারিয়ারে ছয়টি বিশ্বকাপে ভারতের হয়ে টেন্ডুলকার খেলেছেন ৪৪টি ইনিংস। এ ক্ষেত্রে তার সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী পন্টিং।

বিশ্বকাপে যিনি অস্ট্রেলিয়ার হয়ে ৪২টি ইনিংস খেলেছেন। বর্তমান খেলোয়াড়দের মধ্যে সর্বাধিক ২৬ ইনিংস রয়েছে গেইলের।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি