শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » শেষ টেস্টে ইংলিশদের জয়, সমতায় শেষ হলো অ্যাশেজ সিরিজ


শেষ টেস্টে ইংলিশদের জয়, সমতায় শেষ হলো অ্যাশেজ সিরিজ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৯.২০১৯

স্পোর্টস ডেস্কঃ

লক্ষ্য ৩৯৯ রান। এই রান তাড়া করতে নেমে চতুর্থ দিন অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয়ে গেল ২৬৩ রানে। তাই ওভাল টেস্টে ১৩৫ রানে জিতে ২-২ এ সমতায় সিরিজ শেষ করল স্বাগতিক ইংল্যান্ড।

ওভালে ম্যাচের প্রথম ইনিংসে ২৯৪ রান করে ইংল্যান্ড। বিপরীতে অস্ট্রেলিয়া করে ২২৫ রান, যাতে স্টিভ স্মিথ করেন ৮০ রান। তাই প্রথম ইনিংসে ৬৯ রানের লিড পায় স্বাগতিকরা।

আর দ্বিতীয় ইনিংসে ৩২৯ রান করে ইংল্যান্ড। তাই প্রতিপক্ষের সামনে ৩৯৯ রানের বড় লক্ষ্য দাঁড় করাতে সক্ষম হয় তারা। বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার ইনিংস থেমে যায় ২৬৩ রানে। তাই বড় ব্যবধানে জয় তুলে নেয় ইংলিশরা।

অস্ট্রেলিয়ার হয়ে দ্বিতীয় ইনিংসে ম্যাথু ওয়েড করেন ১১৭ রান। তবে চলতি অ্যাশেজ সিরিজে নিজের সবচেয়ে কম রানের ইনিংস করেন স্মিথ (২৩)। দ্বিতীয় ইনিংসে তাঁর ব্যর্থতায় পঞ্চম টেস্ট জিতল ইংল্যান্ড।

ইংল্যান্ডের এই ম্যাচ জয়ে দ্বিতীয় ইনিংসে বল হাতে দারুণ উজ্জ্বল ছিলেন স্টুয়ার্ট ব্রড ও জ্যাক লিচ, দুজনেই চারটি করে উইকেট নেন।

অবশ্য এ সিরিজে অস্ট্রেলিয়ার ব্যাটিং পুরোপুরি স্মিথ-নির্ভর হয়ে গিয়েছিল। তবে ডেভিড ওয়ার্নার ধারাবাহিকভাবে ব্যর্থ হন। সিরিজ-সেরা হয়েছেন স্টিভ স্মিথ ও বেন স্টোকস।

ইংল্যান্ডের সাফল্যে বেশ উচ্ছ্বসিত দলটির অধিনায়ক জো রুট। তিনি বলেন, ‘এই সপ্তাহে আমরা দারুণ ক্রিকেট খেলেছি। এই ম্যাচে টস হেরেছিলাম। কিন্তু কখনো ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাত থেকে চলে যেতে দিইনি।’

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্মিথ বলেন, ‘দারুণ একটা সময় গেল। অ্যাশেজ দেশে ফিরিয়ে নিয়ে যেতে পেরে আমি গর্বিত।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি