রবিবার,২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » চ্যাম্পিয়ন্স লিগে বার্সার প্রতিপক্ষ ডর্টমুন্ড


চ্যাম্পিয়ন্স লিগে বার্সার প্রতিপক্ষ ডর্টমুন্ড


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৯.২০১৯

ডেস্ক রিপোর্ট:

চ্যাম্পিয়ন্স লিগে বার্সা সবসময়ই ফেভারিট, শুধু গেলো ক মৌসুমে ট্রফিটাই অধরা।

বিগ ম্যাচ দিয়ে শুরু হবার অপেক্ষায় কাতালানদের এবারের মৌসুম, প্রতিপক্ষ জার্মান জায়ান্ট বরুশিয়া ডর্টমুন্ড। তবে প্রতিপক্ষের নাম, অ্যাওয়ে ম্যাচের অস্বস্তি ছাপিয়ে বার্সার বড় স্বস্তি লিও মেসির ইনজুরি থেকে ফেরা।

গেলো আসরে সর্বোচ্চ ১২ গোল করা এলএমটেন বার্সার স্কোয়াডে থাকলেও, শুরুর একাদশে থাকবেন কিনা এনিয়ে আছে অনিশ্চয়তা। মজার ব্যাপার চ্যাম্পিয়ন্স লিগে বার্সা-ডর্টমুন্ডের দেখা হয়নি কখনোই। প্রায় ২০ বছর আগে ইউরোপিয়ান সুপার কাপের দুই দেখায় জয় আর ড্র সঙ্গী কাতালানদের।

তবে গেলো মৌসুমে গ্রুপ পর্বে ডর্টমুন্ড দেখিয়েছিল কিভাবে অক্ষত রাখতে হয় জাল। নিজেদের মাঠে তিন ম্যাচের সবগুলোও ক্লিনশিট ডর্টমুন্ডের। স্পেনিশ ক্লাবের বিপক্ষে ১৫ ম্যাচে মাত্র ৩ হার, বার্সার জন্য সতর্কবার্তা আর ডর্টমুন্ডের আত্মবিশ্বসের জ্বলানি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি