শনিবার,১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও মেঘনা নদীতে জাটকা নিধন চলছে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.১১.২০১৪


তোফায়েল আহম্মেদ, মেঘনা ঘাট থেকে ফিরেঃ
নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও মেঘনা নদীতে কারেন্ট জাল ব্যবহার করে শত শত টন জাটকা মাছ ধরা হচ্ছে। এক শ্রেণির জেলেরা নদীতে কারেন্ট জাল ফেলে জাটকা নিধন করছে। এখন ইলিশ মাছের ডিম ছাড়ার সময়। এই সময়কালে নদী থেকে ইলিশ কিংবা বাচ্চা ইলিশ (জাটকা) ধরা আইনত নিষিদ্ধ। কিন্তু এক শ্রেণির অসাধু জেলেরা প্রশাসনকে ম্যানেজকে করে মেঘনা নদী থেকে টন টন ইলিশের বাচ্চা ধরছে এবং দেশের বিভিন্ন বাজারে এসব ইলিশের বাচ্চা বিক্রি করছে। নাম প্রকাশ না করার শর্তে মেঘনা ঘাটের এক জেলে বলেন, জাটকা ধরা নিষেধ থাকায় প্রশাসনকে অতিরিক্ত অর্থ দিয়ে মাছ ধরতে হচ্ছে।
স্থানীয়রা জানায়, প্রশাসনের কড়াকড়ি নজরদারি থাকলে, কিংবা তারা টাকার বিনিময়ে ম্যানেজ না হলে আমাদের দেশে ইলিশের মৌসুমে প্রচুর ইলিশ মাছ পাওয়া যেত।
এই বিষয়ে জানতে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মুঠোফোনে একাধিক কল করেও মুঠোফোন সংযোগে তাকে পাওয়া যায়নি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি