রবিবার,১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


মুরাদনগরে স্বেচ্ছাসেবক লীগের দু’গ্রুপে সংঘর্ষ:আহত ৫


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.১১.২০১৪

মোঃ নাজিম উদ্দিন

কুমিল্লার মুরাদনগর উপজেলায় স্বেচ্ছাসেবক লীগের দু’গ্রুপের মধ্যে সংর্ঘষে ৫ জন নেতাকর্মী আহত হয়েছে। এসময় ছবি তুলতে গেলে সাংবাদিককে লাঞ্চিত করে ক্যামেরা ছিনিয়ে নেয় স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা।

রোববার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদের ভিতরে স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভা শুরু হয় । দুপুর ২ টার দিকে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটে।

আহতদের পরিচয় পাওয়া যায়নি ।

স্থানীয় সূত্র জানায়, স্থানীয় সংসদ সদস্য ইউছুফ আব্দুল্লাহ হারুনের উপস্থিতিতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি গঠন নিয়ে বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদের ভিতরে আলোচনা সভা শুরু হয় । দুপুরের দিকে এমপি হারুন গ্রুপ ও জেলা উত্তর আ’লীগের সাধারন-সম্পাদক জাহাঙ্গীর আলম গ্রুপের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংর্ঘষ হয়। এ সময় উভয় গ্রুপের ৫ নেতাকর্মী আহত হয়।

এ সময় সংর্ঘষের ছবি ক্যামেরায় ধারণ করার সময় এমপি ইউছুফ গ্রুপ সমর্থিত উপজেলার ছিলিমপুর গ্রামের পারভেজসহ ৪/৫ জন কর্মী দৈনিক কালের কন্ঠের মুরাদনগর প্রতিনিধি আজিজুর রহমান রনির উপর হামলা করে তাকে লাঞ্চিত করে ও ক্যামেরা ছিনিয়ে নেয়।

এ ব্যাপারে আজিজুর রহমান রনি মুরাদনগর থানায় লিখিত অভিযোগ করেন।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন জানান, স্বেচ্ছাসেবক লীগের দু’গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে । কেউ আহত হয়েছে কিনা জানিনা । এখন পরিস্থিতি শান্ত ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি