রবিবার,১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


প্রধানমন্ত্রী ওয়াদা রক্ষা করতে পারেননি


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.১১.২০১৪

চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার চট্টগ্রামে এসে যে ওয়াদা মানুষের সামনে করেছেন প্রতিবারই সে ওয়াদা তিনি রক্ষা করতে পারেননি। চট্টগ্রামকে সত্যিকার অর্থে বাণিজ্যিক রাজধানী ও পর্যটন নগরীতে পরিণত করার যে আশা চট্টগ্রামবাসীর ছিল সেটা তার বক্তব্যে প্রতিফলিত হয়নি।’

বুধবার প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরের পর নগর বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।

শাহাদাত বলেন, ‘বাংলাদেশের সিংহভাগ রাজস্ব চট্টগ্রামের বন্দর-খাতুনগঞ্জ-চাক্তাই যোগান দিলেও চট্টগ্রামের মানুষের সার্বিক উন্নয়নের ব্যাপারে প্রধানমন্ত্রীর এই বক্তব্যে চট্টগ্রামবাসী বাস্তবিক অর্থে হতাশ হয়েছে।’

তিনি বলেন, ‘মানুষের আশা ছিল চট্টগ্রামের নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে জলাবদ্ধতা দূরীকরণ, দুর্গন্ধমুক্ত-বর্জ্যহীন স্বাস্থ্যসম্মত নগরী গড়ে তোলার লক্ষ্যে সিটি করপোরেশন, সিডিএ, ওয়াসা, বন্দর এবং চট্টগ্রামের অন্যান্য সেবাদানকারী প্রতিষ্ঠানকে সমন্বয় করে চট্টগ্রামের মানুষকে জলাবদ্ধতামুক্ত এবং দুর্গন্ধমুক্ত একটি স্বাস্থ্যসম্মত শহর বাস্তবায়নের কথা বলবেন প্রধানমন্ত্রী। কিন্তু চট্টগ্রামবাসী প্রধানমন্ত্রীর বক্তব্যে এ ধরনের কোনো আশ্বাস ও বাস্তবায়নের কথা না শুনে বাস্তবিক অর্থে হতাশ হয়েছেন।’

ডা. শাহাদাত আরো বলেন, ‘চট্টগ্রামে সর্বস্তরের নগরবাসীর নাগরিক সুবিধা বৃদ্ধির ব্যাপারে প্রধানমন্ত্রী বারবার চট্টগ্রামে উন্নয়নের বক্তব্যের কথার ফুলঝুরি হিসেবেই থেকে গেলে। তাছাড়া রাজনৈতিক ফায়দা আদায়ের লক্ষ্যে ফ্লাইওভার নির্মিত না করে চারলেনের রাস্তা করলে জনগণ উপকৃত হতো।’r29



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি