শুক্রবার,১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ইসকোর ‘প্রথম’ গোলে স্পেনের জয়


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.১১.২০১৪

স্পোর্টস ডেস্কSpain-e1416111897949

ইউরোর মূল পর্বে উত্তরণে ঠিক ট্র্যাকেই আছে প্রতিযোগিতাটির ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেন। শনিবার ঘরের মাঠে ইউরো বাছাই পর্বে বেলারুশকে ৩-০ গোলে হারিয়েছেন লা রোজারা।

২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নদের স্বস্তির জয়ের দিনে দেশের জার্সিতে প্রথম গোলের দেখা পেয়েছেন রিয়াল মাদ্রিদের উঠতি তারকা ইসকো। স্পেনের বাকি দুটি গোল দুই বার্সা তারকা সার্জিও বুসকুয়েটস ও পেদ্রো রদ্রিগেজের।

দাপুটে শুরুর পর খেলার ১৮ মিনিটে অচলাবস্থা ভাঙেন লস ব্লাঙ্কোস উইঙ্গার ইসকো। দূরপাল্লার একটি শটে স্পেনের হয়ে প্রথম গোল করার স্বাদ পেলেন সাবেক মালাগা সেনসেশন। এর পরের মিনিটেই স্কোরশিট ২-০ করেন বুসকুয়েটস।

সমালোচনায় বিদ্ধ হতে থাকা বার্সা এই মিডফিল্ডার প্রতিপক্ষের বক্সের ডান প্রান্ত থেকে পাওয়া একটি বলে আলতো ছোঁয়ায় সফরকারীদের জালে দ্বিতীয়বার বল জড়িয়ে দেন। এর মিনিট দুয়েক পরেই পাকো আলকাসেরের নামের পাশেও গোল লেখা হতে পারত।

কিন্তু ভাগ্য বাধা হয়ে দাঁড়ায় ভ্যালেন্সিয়া স্ট্রাইকারের সামনে। সেজন্য ফর্মে থাকা এই ফরোয়ার্ডের শট প্রতিপক্ষের ক্রসবারে গিয়ে আটকে পড়ে। তবে পেদ্রোকে আটক করা যায়নি। বার্সেলোনার একাদশে নিয়মিত খেলার সুযোগ না পেলেও স্পেনে নিয়মিত সুযোগ পাচ্ছেন লা মাসিয়া গ্রাজুয়েট।

আর কোচের আস্থারও প্রতিদান দিচ্ছেন পেদ্রো। বেলারুশের বিপক্ষে খেলায় দ্বিতীয়ার্ধের ১০ মিনিটে স্কোরলাইন ৩-০ করেন বার্সা ফরোয়ার্ড। জুয়ানফ্রানের নিকট থেকে বল পেয়ে সুযোগ কাজে লাগান তিনি। এই জয়ে ইউরো বাছাইয়ের ‘সি’ গ্রুপে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভিসেন্ত দেল বস্কের শিষ্যরা।

চার ম্যাচে তিন জয় আর এক হারে নয় পয়েন্ট স্পেনের। টেবিলের দ্বিতীয় স্থানে তারা। সমান সংখ্যক ম্যাচে শীর্ষে থাকা স্লোভাকিয়ার সংগ্রহ ১২ পয়েন্ট। তৃতীয় স্থানে থাকা ইউক্রেনের দখলেও স্পেনের সমান ৯ পয়েন্ট। কিন্তু বোনাস পয়েন্টে লা রোজাদের থেকে পিছিয়ে তারা।

এরপর ‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলের চার, পাঁচ ও ছয়ে আছে যথাক্রমে মেসিডোনিয়া, বেলারুশ ও লুক্সেমবার্গ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি