শুক্রবার,১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


আগামী বছর পাক-ভারত সিরিজ!


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.১১.২০১৪

স্পোর্টস ডেস্ক,ind-pak-e1416206803240

বৈরীতা ভুলে আগামী বছর থেকে আবার শুরু হতে পারে পাকিস্তান ও ভারতের মধ্যকার টিআরপি ছড়ানো ক্রিকেট সিরিজ! হ্যাঁ, ভুল শুনছেন না। রোববার ভারতে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার মোহাম্মদ আবদুল বাসিত ক্রিকেটপ্রেমীদের এমন আশ্বাস বাণীর কথা শোনান।

পাকিস্তানি ওই কূটনৈতিক জানান, ২০২২ সালের মধ্যে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে অন্তত ছয়টি ক্রিকেট সিরিজের আয়োজন করা হবে। কিন্তু বিষয়টিতে কীভাবে নিশ্চিত হলেন পাক ডিপ্লোম্যাট? এই প্রশ্ন উঠতেই পারে। সম্ভবত এর সমাধান আসতে পারে এই তথ্যে যে, দুই সপ্তাহ আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ভারত সফর করেছেন।

তিনি বলেন, ‘ইনশাল্লাহ পরের বছরই দুই দেশের মধ্যে প্রথম সিরিজটি অনুষ্ঠিত হবে।’ এজন্য সম্ভাব্য ভেন্যু হিসেবে উঠে আসছে সংযুক্ত আরব আমিরাতের নাম। প্রসঙ্গত, ২০০৮ সালের মুম্বাই হামলার পর পাকিস্তানের সাথে সব ধরনের ক্রিকেট সিরিজ বন্ধ ঘোষণা করে দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। অভিযোগ, ভয়ংকর ওই হামলায় পাকিস্তানি জঙ্গিদের হাত ছিল। সূত্র: আইএএনএস।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি