শুক্রবার,১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ধোঁয়ায় আচ্ছন্ন ম্যাচে ইতালির ড্র


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.১১.২০১৪

 

স্পোর্টস ডেস্কitaly-2-e1416199000617

এসি মিলানের হোম ভেন্যু সান সিরো স্টেডিয়ামে ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রথমে এগিয়ে গিয়েও জিততে পারেনি স্বাগতিক ইতালি। রোববার ইউরো বাছাই পর্বের সেই ম্যাচে ১-১ গোলে ড্র করেছে আজ্জুরিরা।

তবে ঘরের মাঠে হলেও সান সিরোতে স্বাভাবিক খেলার ছন্দ মেলে ধরতে পারেনি ইতালিয়ানরা। ক্রোট দর্শকদের অগ্নিশিখা ও ধোঁয়া নিক্ষেপের হাঙ্গামায় দু দুবার খেলা বন্ধ রাখতে বাধ্য হয় ম্যাচ অফিশিয়ালরা। খেলোয়াড়দের বাধ্য হয়ে টানেলে যেতে হয়। পরে দাঙ্গা পুলিশের সহায়তার ম্যাচ শুরু হয় দ্বিতীয়ার্ধে। খেলার ৭৫ মিনিটে এই ঘটনা ঘটে।

এদিন খেলার ১১ মিনিটে উদিনেস ফরোয়ার্ড অ্যান্টোনিও কান্দ্রেভার গোলে লিড নেয় ইতালি। তবে এই অগ্রগামিতা চার মিনিটের বেশি সময় ধরে রাখতে পারিনি আজ্জুরি ডিফেন্স। কেননা খেলার ১৫ মিনিটেই সমতায় ফেরে ক্রোয়েশিয়া। উলফসবার্গ মিডফিল্ডার ইভান পারিসিক ক্রোটদের সমতায় ফেরান।

প্রথম ১৫ মিনিটেই দুই গোল। তখন মনে হচ্ছিলো বৃষ্টিস্নাত সান সিরোতে গোলবন্যা বইবে। কিন্তু ওখানেই শেষ। পরে কোনো দলই আর গোলের দেখা পায়নি। ড্র হয়েছে ম্যাচ। এই ড্রয়ের পর চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের শীর্ষে রইলো ক্রোয়েশিয়া। সমান সংখ্যক ম্যাচে সমান পয়েন্ট নিয়ে দুই নম্বরে ইতালি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি